জাকিরের সাফল্যের রহস্য জানালেন সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সিলেটের দর্শকদের বাকি দুটি ম্যাচেও জয় উপহার দিতে চান জাকির

১১ জানুয়ারি ২৫
গণমাধ্যমে কথা বলছেন জাকির হাসান, ক্রিকফ্রেঞ্জি

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ২০ রান। উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে ঠিকই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জাকির হাসান। এরপর ঢাকা টেস্টেও দুর্দান্ত ব্যাটিং করেছেন এই ওপেনার। প্রথম ইনিংসে ১৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি পেয়েছেন। সবমিলিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে প্রথম দুই ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। সাদা পোশাকের ক্রিকেটে তার এমন সাফল্যের বড় কারণ ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরে খেলার অভিজ্ঞতা, এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান।


ভারতের বিপক্ষে অভিষেকের আগে লম্বা সময় ধরে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন জাকির। ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় এই ওপেনারের। এরপর জাতীয় দলে অভিষেকের আগ পর্যন্ত খেলেছেন ৭১টি প্রথম শ্রেণির ম্যাচ। যেখানে প্রায় ৪১ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৪ হাজার ৩১৩ রান। ১৫ হাফ সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে আছে ১৪ সেঞ্চুরি। তার এমন কনভার্সন রেটই বড় ইনিংস খেলার সামর্থ্যের প্রামণ দেয়।


promotional_ad

বাংলাদেশের জার্সিতেও শুরুটা দুর্দান্ত করেছেন জাকির। ভারতের বিপক্ষে দুই ম্যাচেই রান পেয়েছেন তিনি। ২ টেস্টে প্রায় ৪৬ গড়ে ১৮৬ রান করেছেন এই ওপেনার। সাদা পোশাকের অভিষেক সিরিজটা তিনি রাঙিয়েছেন সমান একটি করে সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরিতে।


আরো পড়ুন

সাকিবের জন্য সব সময় দরজা খোলা: মিঠু

১৯ ঘন্টা আগে
সাকিব আল হাসান ও ইফতেখার রহমান মিঠু

জাকিরের পারফরম্যান্স প্রসঙ্গে সাকিব বলেন, 'জাকিরের জন্য একটা সুবিধা হচ্ছে, ও কিন্তু নতুন ক্রিকেটার নয়। অনেক অভিজ্ঞ ক্রিকেটার। ৭০টি ম্যাচ খেলেছে। খেলার মধ্যে ওই ব্যাপারটি দেখা যায়। যখন ১৯-২০ বছরের একটি ছেলে খেলবে, তার খেলার যে ধরন, একটা ৩০ বছরের ছেলে, জাতীয় দলের আশপাশ দিয়ে ছিল সবসময়, ৬০-৭০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে আসা ক্রিকেটার, তার টেম্পারমেন্ট দেখলেই পার্থক্য বুঝতে পারবেন।'


গত এক যুগে তামিম ইকবাল ছাড়া আর কোনো ওপেনার লম্বা সময় ধরে জায়গা ধরে রাখতে পারেননি। সাদা পোশাকের ক্রিকেটে তামিমের একজন সঙ্গীর অভাব আরও বেশি বোধ করে বাংলাদেশ। বেশ কয়েকজনকে দিয়ে চেষ্টা করলেও সেখানে সফল হতে পারেননি কেউই। এবার জাকিরের সামনে সুযোগ থাকছে লম্বা সময়ের জন্য দলে জায়গা করে নেয়ার। সাকিবের মতে, জাকিরের সেই সামর্থ্য আছে।


বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, 'আমি যেটা চাচ্ছি, এরকম ক্রিকেটাররা যদি আসে, যে ৫-৬-১০ বছর সার্ভিস দেবে বাংলাদেশকে। তাদের ভালো সার্ভিস দেয়ার সম্ভাবনাও বেশি। জয় কিন্তু প্রক্রিয়ার বাইরে নয়। অবশ্যই প্রক্রিয়া আছে। যখন কেউ ‘এ’ দলে রান পাওয়া শুরু করবে, তার জন্য সুযোগ আসবে। আমি চাই তারা যেন ভালোভাবে নিতে পারে সুযোগটা, যেন তাদের ক্যারিয়ারও এরকম হয় যে ১০-১২-১৫ বছর খেলবে বাংলাদেশ দলে, ১০০ টেস্ট খেলবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball