চাপ নিতে চায় না ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আমি দায়িত্ব এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসি: সিরাজ

৫ জুলাই ২৫
৬ উইকেট নেয়ার পর মোহাম্মদ সিরাজ, ফাইল ফটো

দিনের শেষে লিটন দাস সংবাদ সম্মেলনে এসে জানালেন, বাংলাদেশ এগিয়ে আছে এবং ভারত চাপে থাকবে। তবে চাপ নিতে নারাজ ভারত। শ্রেয়াস আইয়ার এবং ঋষভ পান্ত থাকায় চিন্তার কিছু দেখছেন না মোহাম্মদ সিরাজ।


মিরপুরে মাত্র ১৪৫ রান তাড়া করতে নামলেও তৃতীয় দিনের শেষ বিকেলে সুবিধা করতে পারেনি ভারত। সাকিব আল হাসান-মেহেদি হাসান মিরাজদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি। 


promotional_ad

দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে মাত্র ৪৫ রান। ঢাকা টেস্ট জিততে এখনও ১০০ রান করতে হবে সফরকারীদের। দলের সেরা চার ব্যাটারকে হারালেও খুব বেশি চাপ নিচ্ছে না তারা। এদিকে কোহলিরা ভালো ব্যাটিং করতে না পারলেও ২৬ রানে অপরাজিত রয়েছেন অক্ষর প্যাটেল। যা আশা দেখাচ্ছে ভারতকে। 


আরো পড়ুন

রাহুলের সেঞ্চুরির দিনে ইংল্যান্ডের সমান ৩৮৭ রানে থামল ভারত

২ ঘন্টা আগে
লোকেশ রাহুল, ফাইল ফটো

ম্যাচ শেষে সিরাজ বলেন, ‘আমাদের খুব বেশি ভাবা উচিত নয়। মাত্র চারটি উইকেট পড়েছে। আমাদের আর ৮০ রানের মতো করতে হবে। অক্ষর ইতিবাচক ইন্টেন্ট নিয়ে খেলছে। ব্যাটারদের থিতু হতে হবে। আমাদের বেশি চাপ নেয়া যাবে না। 


পূজারা আউট হয়ে যাওয়ার পরই ব্যাটিংয়ে আসেন অক্ষর। অন্য ব্যাটাররা টিকতে না পারলেও শেষ বিকেলে দারুণ ব্যাটিং করেছেন তিনি। ৫৪ বল খেলা এই ব্যাটার তিন চারে অপরাজিত রয়েছেন ২৬ রানে। মূলত বোলারদের বিপাকে ফেলতেই অক্ষরকে আগে পাঠানো হয়েছে বলে জানান সিরাজ।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আসলে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমার কাছে যেটা মনে হয় বাঁহাতি আর ডানহাতি এই ব্যাটার থাকলে বোলারদের জন্য একটু কঠিন হয়। আমার কাছে এটাই মনে হয়। আমরা দুইটা উইকেট বেশি হারিয়েছি। অক্ষর থিতু হয়েছে এবং ভালো ইন্টেন্ট দেখাচ্ছে। এখনও ঋষভ এবং শ্রেয়াস আছে। চিন্তার কিছু নেই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball