প্রায় দুই বছর পর ইংল্যান্ড দলে আর্চার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাহুলের সেঞ্চুরির দিনে ইংল্যান্ডের সমান ৩৮৭ রানে থামল ভারত
২ ঘন্টা আগে
একের পর এক ইনজুরির ধাক্কার কারণে জফরা আর্চারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে শঙ্কা কাটিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ফিরছেন এই ইংলিশ পেসার। তাকে নিয়েই সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল আর্চারের। তিনি ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিও। এই বিশ্ব আসরের পরই চোটের কারণে মাঠের বাইরে চলে যান। এরপর ২০২১ সালে ফিরলেও বেশিদিন খেলতে পারেননি। সে বছরের মার্চে ভারত সফরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আর্চার।

দীর্ঘদিন ধরেই কুনুইয়ের চোটে জর্জরিত আর্চার। এ কারণে দুইবার অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছে তাকে। সেই সঙ্গে পিঠেও একটি ফ্র্যাকচার ধরা পড়েছিল তার। এই চোটের কারণেই গত গ্রীষ্মের পুরোটাই মাঠের বাইরে কাটাতে হয়েছে এই পেসারের।
আর্চারকে ফিরিয়ে ইংল্যান্ডের একাদশ ঘোষণা
৯ জুলাই ২৫
কিছুদিন আগেই তিনি সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের টেস্ট দলের সেটআপের সঙ্গে অনুশীলন করেছেন এবং প্রস্তুতি ম্যাচে খেলে। সেই ম্যাচে দারুণ এক বাউন্সারে সতীর্?? জ্যাক ক্রলির মাথায়ও আঘাত করেছিলেন তিনি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য তৈরি আছেন আর্চার।
আন্তর্জাতিক ম্যাচের জন্য তৈরি হলেও এখনও প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামা হয়নি এই ইংলিশ পেসারের। সবকিছু ঠিক থাকলে সাউথ আফ্রিকা টোয়েন্টি (এসএ টোয়েন্টি) দিয়ে মাঠে ফিরবেন তিনি। তাকে এই টুর্নামেন্টের জন্য দলে ভিড়িয়েছে এমআই ক্যাপটাউন। এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী জানুয়ারিতে।
ইংল্যান্ডের ওয়ানডে দল-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জফরা আর্চার, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, অলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি ও ক্রিস ওকস।