মিরপুরে জাকিরের দেখানো পথে হাঁটবে বাংলাদেশ
.webp)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেটের দর্শকদের বাকি দুটি ম্যাচেও জয় উপহার দিতে চান জাকির
১১ জানুয়ারি ২৫
চট্টগ্রাম টেস্টে দলের সেরা পারফর্মার ছিলেন, ব্যাটিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এক প্রান্ত আগলে রেখেছেন, পেয়েছেন নিজের অভিষেক সেঞ্চুরি। সবমিলিয়ে জাকির হাসানের ব্যাটিংয়ে মুগ্ধ অ্যালান ডোনাল্ড। বাংলাদেশের পেস বোলিং কোচের মতে, ঢাকা টেস্টে জাকিরের দেখানো পথেই হাঁটবে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ভালো শুরু পেয়েছিলেন জাকির। তবে ইনিংস বড় করতে পারেননি। ৪৫ বলে ২০ রান করে সাজঘরে ফিরেছিলেন এই ওপেনার। বড় ইনিংস খেলতে না পারলেও তার ব্যাটিংয়ে ইতিবাচকতা ছিল

যার ফল পেয়েছেন দ্বিতীয় ইনিংসে। ভারতের পাহাড়সম লক্ষ্য মাথায় নিয়ে দেখে-শুনে দুর্দান্ত শুরু করেন জাকির। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ভারতের বিপক্ষে রেকর্ড রানের ওপেনিং জুটি গড়েন। এরপর নিজের অভিষেক সেঞ্চুরিও তুলে নিয়েছেন এই ওপেনার।
ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই
১৬ ঘন্টা আগে
ডোনাল্ড বলেন, 'দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আমাদের জন্য ব্লুপ্রিন্ট। তরুণ ছেলেটা সবাইকে চমকে দিয়েছে। জাকিরকে (হাসান) প্রথমবার আমি দেখি এই টেস্টে। তার মনোভাব আমার ভালো লেগেছে। দৃঢ়তা ছিল এবং আগ্রাসী মানসিকতা দেখিয়েছে। সে দেখিয়েছে কীভাবে সেরা বোলারদের খেলতে হয়। সে দলের মধ্যে সতেজ হাওয়া বয়ে নিয়ে এসেছে। নিজের উপর আস্থা ছিল তার।'
চট্টগ্রামের উইকেট ছিল ব্যাটিং সহায়ক তবে ঢাকার উইকেটে বরাবরই ভুগতে হয় ব্যাটারদের। তাছাড়া এখানে বাড়তি সুবিধাও পান স্পিনাররা। আর এই উইকেটে দিন যত বাড়বে উইকেট থেকে ততই বেশি সুবিধা পাবেন স্পিনাররা। তাই টস জিতলে আগে ব্যাটিং করতে চায় বাংলাদেশ।
ডোনাল্ড বলেন, 'টস জিতলে আশা করি ব্যাট করা হবে শুরুতে। ৩৫০ বা ৩৮০ রান যথেষ্ট হতে পারে এখানে। আমি জানি প্রথম ইনিংসের রানটা এখানে কত মূল্যবান। পিচ দেখে শুষ্ক মনে হচ্ছে, কাজেই প্রথম ইনিংস থেকে সুবিধা তুলে নিতে হবে।'