মিরপুর টেস্টেও অনিশ্চিত রোহিত!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২৭ বিশ্বকাপে রোহিত-কোহলির জায়গা পাওয়া কঠিন হবে, মনে করেন গাঙ্গুলি
২২ জুন ২৫
আঙুলের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে পারেননি রোহিত শর্মা। ভারতের অধিনায়ক ছিটকে যান প্রথম টেস্ট থেকেও। অবশ্য দ্বিতীয় ও শেষ টেস্টে খেলার সম্ভাবনা ছিল তার। যদিও সেই সম্ভাবনাও ক্ষীণ হয়ে গেলো। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না রোহিতের।
জানা গেছে, আঙুলের ইনজুরি এখনও সেরে ওঠেনি রোহিতের। এ ছাড়া সামনেও ভারতের ব্যস্ত সূচি। তখন রোহিতকে নিয়মিত খেলাতে এখন কোনো ঝুঁকি নিতে চায় না ভারতের টিম ম্যানেজমেন্ট।

গত কয়েকদিন ভারতের বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমীতে সময় কাটিয়েছেন রোহিত। সেখানে পুনর্বাসন শেষ হয়েছে তার। বর্তমানে রোহিত নিজ শহর মুম্বাইতে ফেরত গিয়েছেন বলেও জানা গেছে সেই প্রতিবেদন থেকে।
‘শেষে যা ঘটেছে, ওটা খেলারই অংশ’, গিলের আগ্রাসন নিয়ে রাহুল
৬ ঘন্টা আগে
৩ জানুয়ারি থেকে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেই দলে ফিরতে পারেন ভারতের এই অধিনায়ক।
এদিকে রোহিতের অনুপস্থিতিতে ভারতের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন অভিমন্যু ইশ্বরন। তবে একাদশে সুযোগ মেলেনি বাংলার এই ক্রিকেটারের। দ্বিতীয় ম্যাচেও সুযোগের অপেক্ষায় থাকতে হতে পারে ইশ্বরনকে।
মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এনামুল হক বিজয়ের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান রোহিত। সেটা লুফেও নিতে পারেননি তিনি। ততক্ষণাৎ মাঠ ছাড়তে হয় তাকে।