‘লিটনের উইকেট কোহলি-রুট-স্মিথদের উইকেটের মতোই মূল্যবান’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাইফউদ্দিনকে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন লিটন
৯ জুলাই ২৫
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন মধ্যাহ্নভোজ বিরতির ঠিক ৬ মিনিট আগে আউট হয়ে যান লিটন দাস। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিটনকে বিরাট কোহলি বা জো রুট বা স্টিভ স্মিথদের মতো বিশ্বসেরাদের কাতারে বিবেচনা করার কারণে তার সেই সময়ে আউট হওয়া মেনে নিতে পারেননি রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ দলের ১৮৮ রানের হারের অন্যতম কারণ হিসেবে লিটনের অসময়ে চলে যাওয়াকে দায়ী করছেন বাংলাদেশের হেড কোচ।
৫১৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টের চতুর্থ ইনিংসের শুরুতে দেখেশুনে শুরু করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১২৪ রান তোলে স্বাগতিকরা। কিন্তু ১৩১ রানের মধ্যেই নাজমুল হোসেন শান্ত (৬৭) ও ইয়াসির আলী রাব্বির (৫) উইকেট হারায় তারা।

এরপর জাকির হাসান ও লিটন দাসের ঘাড়েই ছিল বিপর্যয় সামলানোর দায়িত্ব। লিটনকে সঙ্গে নিয়ে স্বাগতিকদের রান বাড়ানোর দায়িত্ব নেন জাকির। জাকির-লিটনের ৪২ রানের জুটি ভাঙেন কুলদিপ যাদব।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ
২ ঘন্টা আগে
কুলদিপের বলে লং অনে মারতে গিয়ে ব্যাটে-বলে এক করতে পারেননি লিটন। ফলে উমেশ যাদব সহজ ক্যাচে তার বিদায় নিশ্চিত করেন। ফেরার আগে ৫৯ বলে ১৯ রান করেন লিটন, যা ছিল মধ্যাহ্নভোজ বিরতির একদম আগমুহূর্তে।
ম্যাচ শেষে এই উইকেটের আফসোস করতে গিয়ে ডমিঙ্গো বলেন, 'লিটনের আউট নিয়ে আমি খুবই হতাশ। বিশেষ করে যে সময়ে সে আউট হয়েছে। চা বিরতির মাত্র ৬ মিনিট আগে। সে দারুণ একজন খেলোয়াড়। আমি নিশ্চিত, সে নিজেও এটায় হতাশ হয়েছে। বিরাট (কোহলি), রুট, স্মিথ অথবা ল্যাবুশেন চা বিরতির ঠিক ৬ মিনিট আগে উইকেট দেবে, এটা মেনে নেয়া যায় না। লিটন আমাদের কাছে ওরকমই একজন।'
'আমরা লড়াই করতে চেয়েছি। ভারত অবশ্যই ভালো দল, তবে ব্যাটিংয়ে বাজে সিদ্ধান্তগুলো ম্যাচে আমাদের সম্ভাবনা কমিয়ে দিয়েছে। চারশ রান অনেক! তবে এটা চট্টগ্রামে করতে পারা যায়। ব্যাটারদের শট নির্বাচন করতে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়েছে, যা হতাশার।'
লিটনের বিদায়ের পর সেভাবে নিজেদের ধরে রাখতে পারেনি বাংলাদেশ। অভিষেক টেস্টে জাকির সেঞ্চুরি করলেও পঞ্চম দিন সকালে ৩২৪ রানে অল আউট হয় বাংলাদেশ। ম্যাচটি হেরে সিরিজেও ১-০ ব্যবধানে পিছিয়ে যায় তারা।