দারুণ ইনিংসের পর দ্রাবিড়-কোহলির 'প্রশংসা' পেলেন জাকির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেটের দর্শকদের বাকি দুটি ম্যাচেও জয় উপহার দিতে চান জাকির
১১ জানুয়ারি ২৫
টেস্ট অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েছেন জাকির হাসান। দারুণ এই ইনিংসের পর ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ও কোচ রাহুল দ্রাবিড়ের অভিনন্দন পেয়েছেন বাংলাদেশের এই ওপেনার। কৃতজ্ঞতা স্বরূপ তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সেঞ্চুরি পাওয়ার পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি জাকির। ২২৪ বলে ১০০ রানের দারুণ খেলে রবিচন্দ্রন অশ্বিনের বলে ডিফেন্ড করতে গিয়ে ব্যাটের পর প্যাডে লেগে কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি।

আউট হলেও ইতিহাসে নিজের নাম খোঁদাই করে রেখেছেন জাকির। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ওপেনার হিসেবে অভিষেকে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এর আগে এ কীর্তি ছিল ওয়েস্ট ইন্ডিজের লেন বাইচানের।
৪ দিন পরপর দাড়িতে রঙ করতে হয়, এটাই অবসরের সময়: কোহলি
৯ জুলাই ২৫
এই ক্যারিবিয়ান ব্যাটার ১৯৭৫ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিনি করেছিলেন অপরাজিত ১০৫ রানে। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে জাকির বলেছেন, 'উনি (বিরাট কোহলি) অভিনন্দন জানাচ্ছিলো, আমি ধন্যবাদ দিয়েছি আরকি।'
দিনের খেলা শেষে কিংবাদন্তি ভারতীয় ব্যাটার দ্রাবিড়কে হাত মেলাতে দেখা জাকিরের সঙ্গে। সেই সময়ের কথোপকথন খোলাসা করে এই বাংলাদেশের ওপেনার বলেন, 'স্যার (রাহুল দ্রাবিড়) বলেছেন যে খুব ভালো ব্যাটিং করেছি। অভিনন্দন জানিয়েছেন আরকি।'
জাকিরের আন্তর্জাতিক ক্যারিয়ার সবে মাত্র শুরু। এমন সময় দ্রাবিড়-কোহলিদের মতো ক্রিকেটারদের বাহবা নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করবে জাকিরকে। সেই অনুপ্রেরণার কথা জানিয়ে জাকির বলেছেন, 'অবশ্যই, এমন গ্রেট একজন প্লেয়ার (দ্রাবিড়) আর গ্রেট একজন কোচ এসে যদি অনুপ্রাণিত করে অবশ্যই খুব ভালো লাগে।'