ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে ওয়ার্নার, স্মিথের উন্নতি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাউথ আফ্রিকাকে শিরোপা জিতিয়ে আইসিসির জুনের সেরা মার্করাম

২১ ঘন্টা আগে
আইসিসি

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৬ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন তিনি। এই পারফরম্যান্সের সুবাদেই এক ধাপ উন্নতি হয়েছে তার।


তিন ম্যাচের সিরিজে আরেক অজি ব্যাটার স্টিভ স্মিথ ১৯৫ রান করেছেন। এর ফলে তিন ধাপ উন্নতি হয়েছে তার। এর ফলে ৭ নম্বরে উঠে এসেছেন এই টপ অর্ডার ব্যাটার। এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে ৭ নম্বরে এসেছিলেন স্মিথ।


promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম দুই ওয়ানডেতে ৮০* ও ৯৪ রানের ইনিংস খেলেন তিনি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে উন্নতি হয়েছে মিচেল স্টার্কের। তিনি দুই ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। এর মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে ৪৭ রানে ৪ উইকেট শিকার করেছেন এই পেসার।


আরো পড়ুন

রুটকে ছাড়িয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রুক, ক্যারিয়ার সেরা রেটিং গিলের

৯ জুলাই ২৫
শুভমান গিল ও হ্যারি ব্রুক

এমন পারফরম্যান্সে চার ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৪ নম্বরে উঠে এসেছেন। স্পিনার অ্যাডাম জাম্পা ১১ উইকেট নিয়েছেন তিন ম্যাচে। তার উন্নতি হয়েছে ৮ ধাপ। এর ফলে ৮ ধাপ উন্নতি হয়েছেন তার।


তৃতীয় ওয়ানডেতে ওয়ার্নারকে নিয়ে ২৬৯ রানের জুটি গড়েছিলেন ট্রাভিস হেড। এই জুটি গড়ার পথে ওয়ার্নার তার ক্যারিয়ার সেরা ১৫২ রানের ইনিংস খেলেছেন। হেড এই জুটি গড়েই ১২ ধাপ উন্নতি করে ৩০ নম্বরে চলে এসেছেন।


টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ডেভন কনওয়ের। তিনি ৫৯ বলে ৪৯ রানের ইনিংস খেলেছেন ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে। এর ফলে তিনি বাবর আজমকে পেছনে ফেলে তিন নম্বরে জায়গা করে নিয়েছেন। পাকিস্তানের অধিনায়কের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে আছেন কনওয়ে।


এক ধাপ এগিয়েছেন তার স্বদেশী গ্লেন ফিলিপস। ৮ নম্বর থেকে তিনি ৭ নম্বরে উঠে এসেছেন। টি-টোয়েন্টির ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। দুই নম্বরে আছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball