করোনাকে হারিয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন মুজিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হোবার্ট হারিকেন্সের হয়েই জিএসএলে খেলতে চান রিশাদ
১৮ এপ্রিল ২৫
ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগে (বিবিএল) অংশ নিতে ঠিক সময়েই অস্ট্রেলিয়া পৌঁছেছিলেন আফগানিস্তানের ক্রিকেটার মুজিব-উর রাহমান। সেখানে পৌঁছে হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থেকেই করোনা পরীক্ষা করানোর পর ফলাফল পজিটিভ এসেছিলো তার। কিন্তু সুসংবাদ হলো তিনি করোনামুক্ত হয়েছেন এবং দলের হয়ে মাঠে নামতে প্রস্তুত।
আফগান বিস্ময় স্পিনার মুজিবের করোনা ফলাফল পজিটিভ আসায় টুর্নামেন্টে তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিলো। ফলাফল আসার পরেই তাঁকে কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তখন থেকেই কুইন্সল্যান্ড স্বাস্থ্য বিভাগ ও ক্রিকেট অস্ট্রেলিয়ার পর্যবেক্ষণে ছিলেন তিনি। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে ক্যানবেরাতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন এই আফগান স্পিনার।

ব্রিসবেন হিট মুজিবের করোনা জয়ের খবর নিশ্চিত করেছে। তাঁর সুস্থতার সংবাদে দারুণ উচ্ছ্বাসিত দলটির অধিনায়ক ক্রিস লিন। সীমিত প্রস্তুতিতেই এই স্পিনারকে সোমবার (১৪ ডিসেম্বর) সিডনি থান্ডারের বিপক্ষে একাদশে চান তিনি।
১২৮ বছর পর অলিম্পিকে ক্রিকেট, বাংলাদেশের খেলার সম্ভাবনা কতটা?
১০ এপ্রিল ২৫
মুজিব প্রসঙ্গে লিন বলেন, 'সে সত্যিই প্রফুল্লিত। সে মাঠে নামার জন্য আর অপেক্ষা করতে পারছে না। বিগত বেশ কয়েক বছর ধরেই সে আমাদের হিট পরিবারের অংশ। মুজিব বিশ্বমানের একজন খেলোয়াড় এবং যেকোন সময়ে খেলার মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখে।'
মুজিবকে ছাড়া খেলতে নেমে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বড় ব্যবধানের হারের মুখ দেখেছে ব্রিসবেন। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা।
মুজিব দলের সঙ্গে যোগ দিতে পারলেও তাঁর তিন স্বদেশী মোহাম্মদ নবী, নুর আহমেদ ও জহির খানকে এখনো মাঠে নামার অপেক্ষায় থাকতে হচ্ছে। অ্যাডি??েড রাজ্য সরকারের নিষেধাজ্ঞায় ও ফ্লাইট বাতিলের জটিলতায় পরে ৯ দিন পরে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন তিন জন।
নবী ও নুরকে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে পাওয়ার ব্যাপারে আশাবাদী তাদের দল মেলবোর্ন রেনেগেডস। তবে জহিরকে তাঁর দল স্টার্সের হয়ে মাঠে নামতে খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না। আগামী বুধবারেই তার দল তৃতীয় ম্যাচে লঞ্চেস্টনে পার্থ স্কোর্চার্সের বিপক্ষে খেলতে নামবে।