তিন দলের ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না মাশরাফির

ছবি: Photo: Collected

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল নিজেদের মধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। যার প্রথমটি শেষ হয়েছে (দুই দিনের প্রস্তুতি ম্যাচ) শনিবার। দ্বিতীয়টি হবে সোমবার-মঙ্গলবার। এটিও দুই দিনের প্রস্তুতি ম্যাচ।
এরপর ১৩-১৫ অক্টোবর তিনদিনের আরও একটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও, সেটি আপাতত হচ্ছে না। এর পরিবর্তে বিসিবি আয়োজন করতে যাচ্ছে তিন দলের ওয়ানডে সিরিজ। যা শুরু হতে পারে ১১ই অক্টোবর।

ইতোমধ্যে বিসিবির সুরক্ষা বলয়ের মধ্যে আছেন ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটার। এবার তাদের সঙ্গে হাই পারফরম্যান্স দলকে যোগ করার পরিকল্পনাও চলছে। তবে ওয়ানডে সিরিজের জন্য নির্বাচকদের ভাবনায় নেই মাশরাফি বিন মুর্তজা।
আপাতত সিস্টেমের মধ্যে থাকা ক্রিকেটারদের নিয়েই এই সিরিজের দল সাজানো হবে বলে ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, 'মাশরাফি তো আপাতত সিস্টেমে নেই, এই ক্যাম্প বা প্র্যাকটিসে সে নেই। তিন দলের এই সিরিজে আমরা কেবল সিস্টেমের মধ্যে থাকাদেরই নেব। ক্যাম্পে যারা আছেন, তাদের সঙ্গে হাই পারফরম্যান্স দলের কিছু ছেলেকে নেওয়া হবে। তিন দলে ভাগ করে দেওয়া হবে ওদের।'
বিসিবি আরও জানিয়েছে, সিরিজে অংশ নেয়ার জন্য মাশরাফির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর, সেই ধকল নিয়ে এখনও সামলে ফিট হয়ে উঠতে না পারায় খেলতে চাননি সাবেক এই ওয়ানডে অধিনায়ক।
বিসিবি সামনে টি-টোয়েন্টি কর্পোরেট লিগ আয়োজন করলে সেখানে দেখা যেতে পারে মাশরাফিকে। মিনহাজুল আবেদীন বলেন, 'সামনে কর্পোরেট টি-টোয়েন্টি যদি হয়, সেটা তো সবার জন্যই উন্মুক্ত থাকবে। ঘরোয়া ক্রিকেটের খেলা আরও হবে। মাশরাফি যদি পারফর্ম করতে পারে, তখন আমরা দেখব।'
গত মার্চে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে জাতীয় দলের নেতৃত্ব ছেড়েছেন মাশরাফি। তবে এখনও অবসরে যাননি। তাই মার্চের পর কর্পোরেট লিগ দিয়েই মাঠে ফিরতে পারেন ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক।