দুবাইয়ে চার দলীয় সিরিজের প্রস্তাবে রাজি নয় বিসিবি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এ বছর ডিসেম্বরে দুবাইয়ে চার দলের একটি টুর্নামেন্টে খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল আয়ারল্যান্ড। তবে ক্রিকেট আয়ারল্যান্ডের সেই প্রস্তাবে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। দেশের ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিতেই দুবাইয়ে সিরিজ খেলার প্রস্তাবে 'না' করেছে বিসিবি।

করোনাকালে লম্বা বিরতির পর এই প্রথম ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসেছিলেন রাসেল ডমিঙ্গো। সেখনেই ডিসেম্বরে দু-একটি জায়গা থেকে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে ইঙ্গিত দেন এই প্রোটিয়া।
এরপরই সিরিজের প্রস্তাব পাওয়ার বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেন আকরাম খান। তিনি বলেন, 'ক্রিকেট আয়ারল্যান্ডের পক্ষ থেকে একটি প্রস্তাব এসেছিল। তারা দুবাইয়ে একটি চার দলীয় টুর্নামেন্ট আয়োজন করতে চায়।'
'আমাদের মনে হয়েছে সে সময় ঘরোয়া ক্রিকেট আয়োজন করা অনেক গুরুত্বপূর্ণ। দেশের ক্রিকেটেই আপাতত বাড়তি মনোযোগ দিতে চাইছি আমরা। এই একটী সিরিজের প্রস্তাব ছাড়া আর কোনো আমন্ত্রণ আপাতত পাইনি আমরা' আরও যোগ করেন তিনি।
শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় আপাতত ঘরোয়া ক্রিকেট আয়োজনেই মনোযোগ দিচ্ছে বিসিবি। সেই সুবাদে নভেম্বর ঘরোয়া ক্রিকেট মাঠে গড়াতে পারে। এছাড়া জানুয়ারির আগে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সূচি নেই।
সে সময় ওয়েস্ট ইন্ডিজ দলের সফর করার কথা রয়েছে। তবে সেটিও নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। এছাড়া মার্চে নিউজিল্যান্ড সফরে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ।