বৃহস্পতিবার রাতে পরিবারের কাছে ফিরছেন সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
স্থগিত হয়ে যাওয়া শ্রীলঙ্কা সফরের দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। ২৯ অক্টোবর এক বছরের নিষেধাজ্ঞা শেষ হলেই শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার কথা ছিল তাঁর। তবে সিরিজ স্থগিত হওয়ার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে অপেক্ষা বাড়ছে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের।
এজন্য যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই রওনা হচ্ছেন সাকিব। রাত পৌনে চারটায় কাতার এয়ায়ওয়েজের বিমানে উঠবেন সাকিব।

এর আগে গত ২ সেপ্টেম্বর দেশে এসেছিলেন সাকিব। এর আগে প্রায় সাত মাস যুক্তরাষ্ট্রে ছিলেন এই অলরাউন্ডার। জাতীয় দলে ফেরার আগে নিজেকে ফিট করতেই সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশে আসেন তিনি।
এতোদিন বিকেএসপিতে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করে গেছেন সাকিব। সেখানে ফিটনেস এবং স্কিল ট্রেনিং করেন তিনি। বিকেএসপিতে সাকিব পাশে পান শৈশবের দুই কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনকে।
অনুশীলনের পাশাপাশি দেশে ব্যক্তিগত কাজও করেছেন সাকিব। জানা গেছে দুই তিনটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন এ পোস্টার বয়। এর আগে বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন সাকিব।
গত অক্টোবরে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় এক বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। নিষেধাজ্ঞায় এ থাকা ক্রিকেটার মাঠে ফিরতে পারবেন আগামী ২৯ অক্টোবর।