হাসপাতালে প্রান্তিক নাবিল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অ্যালার্জিজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রান্তিক নওরোজ নাবিলকে। বৃহস্পতিবার রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আপাতত সেখানেই আছেন ১৬ বছর বয়সী এই তরুণ।
অ্যালার্জিজনিত সমস্যা নাবিলের অনেক আগে থেকেই ছিল। তবে বৃহস্পতিবার মাথা ব্যাথা সহ হালকা শ্বাসকষ্ট দেখা দিলে কোন ধরণের ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার। তবে নাবিলের রিপোর্টে খারাপ কিছু আসেনি বলে নিশ্চিত করেছেন তিনি। শনিবারের মধ্যেই এই তরুণকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।

কায়সার বলেন, 'ওর একটু অ্যালার্জিজনিত সমস্যা আছে। এটা হলে ওর মাথা ব্যাথা হয়। এটাই হয়েছিল এই কারণে ওকে হাসপাতালে নিয়ে চেক আপ করালাম। ভালো আছে, সব কিছুই ভালো আছে। তেমন গুরুতর কিছু না। সমস্যা দেখা দেয়ার সঙ্গে সঙ্গে আমরা অপেক্ষা না করেই ওকে হাসপাতালে নিয়ে যাই।'
'কাল রাত থেকেই ওর সব চেক আপ করানো হয়েছে। রিপোর্ট সবই ভালো এসেছে, ডাক্তাররা বলেছে সমস্যা নেই। কাল অথবা আজ রাতে ওকে ছেড়ে দিবে। ওর যে এলার্জির সমস্যা আছে এটা হলে বুকে চাপ বেড়ে যায়। এর জন্য শ্বাস নিতে কষ্ট হতে পারে। তবে এটাকে সরাসরি শ্বাসকষ্টও বলা যাবে না আসলে'। আরও যোগ করেন তিনি।
২৩ আগস্ট থেকে বিকেএসপিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। মরণব্যাধি করোনাভাইরাসের কারণে এবার যুব ক্রিকেট লিগ আয়োজন করতে পারেনি বিসিবি। অনূর্ধ্ব-১৯ দল গঠন প্রক্রিয়াও তাই থমকে ছিল। বিকেএসপির ক্যাম্পে অনুশীলন ও নিজেদের মধ্যে ম্যাচ খেলা থেকেই শেষ পর্যন্ত বাছাই করা হবে ক্রিকেটারদের, যাদের প্রস্তুত করা হবে ২০২২ যুব বিশ্বকাপের জন্য।
এই সুবাদে বিকেএসপিতেই অবস্থান করছিলেন ৪৫জন যুব ক্রিকেটার। তবে সেখানে যাওয়ার আগে সবারই করোনা পরীক্ষা করিয়েছিল বিসিবি। একজনের পজিটিভ এলেও, পরবর্তীতে নেগেটিভ হয়েই সেখানে গিয়েছেন তিনি।
ম্যানেজার সজল চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে নাবিলের বিষয়ে বলেন, 'ওর একটু শ্বাসকষ্ট উঠেছিল তবে তেমন গুরুতর কিছু না। ও ১০ তারিখ ডাক্তার দেখাতে গিয়েছে, আপাতত সেখানেই আছে। ডাক্তার রিপোর্ট গুলো দেখে বললেই আশা করছি ২-১দিনের মধ্যে সে চলে আসবে।'
এ বছর দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল আকবর আলীর দল। আগামী বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজে।