promotional_ad

সাকিব ফিরেই সেঞ্চুরি-পাঁচ উইকেট পাবে: শ্রীশান্ত

ফাইল ফটো
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পর প্রথম ম্যাচেই সেঞ্চুরি পাবেন সাকিব আল হাসান, এমনটা বিশ্বাস করেন ভারতের পেসার শান্তাকুমারন শ্রীশান্ত। একই ম্যাচে পাঁচ উইকেটও পাবেন সাকিব, আশা শ্রীশান্তের।


সম্প্রতি ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে শ্রীশান্ত বলেন, 'সাকিব একজন কিংবদন্তি। সে নিজেকে প্রমাণ করেছে। আমি কেরালার ছেলে। কেরালার হয়ে স্টেটে আমি যত ম্যাচ খেলেছি, সবগুলোতে নিজেকে প্রমাণের চেষ্টা করেছি। বাংলাদেশ ক্রিকেটের এই পর্যায়ে আসতে সময় লেগেছে, কষ্ট হয়েছে। আমি তাঁকে শুভকামনা জানাই।



promotional_ad

যখন সে খেলায় ফিরবে, আমি একদম প্রথম ম্যাচেই তাঁর কাছে সেঞ্চুরি চাইব এবং পাঁচ উইকেট চাইব।আমি খুব আত্মবিশ্বাসী যে সে এমনটাই করবে। ফর্ম হয়তো সাময়িক, কিন্তু ক্লাস জিনিসটা সবসময় থাকে। খারাপ সময় মানুষকে ভালো করার প্রেরণা যোগায়। তাঁর প্রতি শুভকামনা রইল।'


২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) শ্রীশান্তকে সারা জীবনের মতো ক্রিকেট থেকে নির্বাসিত ঘোষণা করেছিল।


দেরিতে হলেও আদালতের নির্দেশে এই অভিযোগ থেকে অব্যাহতি পান শ্রীশান্ত। ভারতের জাতীয় দলের হয়ে পুনরায় খেলার ইচ্ছা প্রকাশ করেছেন ৩৭ বছর বয়সী এই পেসার।



এই মুহূর্তে নিষেধাজ্ঞায় থাকা সাকিব প্রসঙ্গে শ্রীশান্ত আরও বলেন, 'তাঁর ভক্তদের আমি বলতে পারি যে সে বাংলাদেশ ক্রিকেটকে পরের ধাপে নিয়ে গিয়েছে। আমি তাঁর পাশে আছি। কেননা এমন অবস্থায় ৬-৭ বছর আমিও কাটিয়েছি।'


জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় গত বছরের অক্টোবরে  এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ২৯ অক্টোবর মাঠে ফিরতে পারবেন তিনি।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball