৬ উইকেটের পর এবার সেঞ্চুরি চান হোল্ডার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের পাত্তাই দেননি জেসন হোল্ডার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডার তুলে নিয়েছেন ৪২ রানে ৬ উইকেট। দ্বিতীয় দিন শেষে ক্যারিবিয়ান এই অধিনায়ক জানালেন, এবার তিনি চান ব্যাট হাতে সেঞ্চুরি।
হোল্ডারের লাইন-লেংথ মেনে করা বোলিংয়ে দ্বিতীয় দিন ইংল্যান্ড অল আউট হয়েছে ২০৪ রানে। দিন শেষে ক্যারিবিয়ানরা স্কোরবোর্ডে তুলেছে ১ উইকেটে ৫৭ রান। তৃতীয় দিন ১৪৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে সফরকারীরা।

এদিন ক্যারিয়ার সেরা বোলিং করার পাশাপাশি আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন হোল্ডার। ইংল্যান্ডে কোনো ক্যারিবিয়ান অধিনায়কের সেরা বোলিংও এটি। ৫৪ বছর আগে স্যার গ্যারি সোবার্সের ৪১ রানে ৫ উইকেট ছিল আগের সেরা।
দিনের খেলা শেষে টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর অলরাউন্ডার হোল্ডার জানিয়েছেন, তার চাওয়ার অর্ধেক কেবল পূরণ হয়েছে। ইংল্যান্ডের মাটিতে ৫ উইকেট নেয়ার সঙ্গে সেঞ্চুরি হাঁকানোর তাড়না অনেক আগে থেকেই ছিল তাঁর।
হোল্ডার বলেন, 'এখনও পর্যন্ত ভালো করেছি আমি, তবে আমার কাজ শেষ হতে এখনও অনেক বাকি। ব্যাট হাতেও অনেক বড় অবদান রাখতে হবে আমাকে। আমার সবসময়ই একটা তাড়না ছিল, ইংল্যান্ডে এসে টেস্টে ৫ উইকেট নেওয়া ও সেঞ্চুরি করার। একটি পূরণ হয়েছে। এখন সময় আরেকটির, সেঞ্চুরি করতে চাই।'
করোনাভাইরাসের কারণে এই সিরিজে লর্ডসে খেলা রাখা হয়নি। আগের সূচীতে থাকলেও, নতুন সূচীতে নেই। হোল্ডার আরও জানালেন, তাঁর ইচ্ছে ছিল লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানোর।
ক্যারিবিয়ান অধিনায়ক আরও বলেন, 'লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলতে খুব করে চাইছিলাম আমি। আগের সূচিতে আমাদের খেলা ছিল সেখানে, কিন্তু কোভিডের কারণে তারা ভেন্যু বদল করেছে।'