promotional_ad

ক্রিকেট বিশ্বের স্বার্থে ইংল্যান্ড যেতে চান ল্যাঙ্গার

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সীমিত ওভারের সিরিজে অংশ নিতে চলতি মাসেই ইংল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। যদিও করোনা পরিস্থিতি আগের চেয়ে ভালো হওয়ার পরও এখনও অনুশীলনে নামেনি অজিরা। স্বাভাবিকভাবেই সিরিজটি এখনও অনিশ্চয়তার মুখে। যদিও অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারের চাওয়া, ক্রিকেটের স্বার্থেই ইংল্যান্ড সফরে যাওয়া উচিত অস্ট্রেলিয়ার।


করোনাভাইরাসের প্রকোপ উপেক্ষা করে ইংল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও এখনও ক্রিকেট ফেরেনি অন্য কোথাও। শ্রীলঙ্কা ছাড়া উপমহাদেশের বাকি দেশগুলোর করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে।


promotional_ad

আগের চেয়ে ভালো অবস্থায় আছে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো। যদিও অনুশীলনে নামার ঝুঁকি নিচ্ছে না অন্য কোনও দেশ। এমন অবস্থায়ও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামতে চাইছেন ল্যাঙ্গার।


ডেইলি টেলিগ্রাফে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ল্যাঙ্গার বলেন, 'আমি মনে করি, আমাদের ইংল্যান্ড সফরে যাওয়া উচিত। অনেক চ্যালেঞ্জ অবশ্যই আছে। তবে যদি সম্ভব হয়, তাহলে আমাদের সফর করার জন্য সমাধান খুঁজে বের করতে হবে।


এটিই আমার মতামত। ক্রিকেট বিশ্বের ভালোর জন্যই এটি দরকার। এরপরও যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিছু হয়ে যায় এবং সফর করা সম্ভব না হয়- তাহলে অন্তত আমরা বলতে পারব যে সাধ্যের মধ্যে সব চেষ্টাই আমরা করেছি।'


পহেলা সেপ্টেম্বরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করার কথা ইংল্যান্ডের। ক্রিকেট অস্ট্রেলিয়া সফর করতে রাজী হলে সেপ্টেম্বরের দিকে তাদের বিপক্ষে সিরিজ আয়োজন সম্ভব হবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball