promotional_ad

প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর প্রস্তুতি নিচ্ছে সিসিডিএম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


এক রাউন্ড খেলা শেষেই ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর স্থগিত ঘোষণা করা হয়েছিল করোনাভাইরাসের বিস্তারের কারণে। অবশেষে প্রিমিয়ার লিগের বাকি রাউন্ডগুলো আয়োজনের উদ্যোগ নিয়েছে সিসিডিএম। 


দিনক্ষণ চূড়ান্ত না হলেও ক্রিকেটার এবং ক্লাবদের প্রস্তুত থাকতে বলা হয়েছে এই টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে। বুধবার (৮ জুন) একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব বলেছেন সিসিডিএম সভাপতি কাজী এনাম আহমেদ।


promotional_ad

তিনি বলেন, 'গতকাল আমি কোয়াবের সভায় উপস্থিত ছিলাম যেখানে বেশ কিছু জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেটারও ছিল। আমরা ডিপিএল শুরুর সম্ভাব্য সময় নিয়ে কথা বলেছি। এই মুহূর্তে আমরা কোন নির্দিষ্ট তারিখ বলতে পারিনা তবে চাই ক্লাবগুলো যেন ক্রিকেটারদের ফিটনেস বজায় রাখতে নিয়মিত যোগাযোগ বজায় রাখে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাবগুলো যেন ১৫ দ??নের নোটিশে লিগ শুরুর জন্য প্রস্তুত থাকতে পারে।'


এ ছাড়া ক্রিকেটার এবং সংশ্লিষ্টদের আইসোলেশনে রাখার সুবিধা নেই বলে করোনাকালে কক্সবাজার এবং বিকেএসপিতে অবশিষ্ট রাউন্ডগুলো আয়োজনের পরিকল্পনা করেছে সিসিডিএম। সে জন্য এই দুটি ভেন্যু প্রস্তুত রাখার জন্য পরামর্শ দেয়া হয়েছে সিসিডিএমের পক্ষ থেকে।


কাজী এনাম বলেছেন, 'আমি কক্সবাজার ও বিকেএসপিকে বিকল্প ভেন্যু হিসেবে পরামর্শ দিয়েছি। এবং সব খেলোয়াড় ও ক্লাব ম্যানেজমেন্টের আইসোলেশনে থাকার ব্যবস্থা সহজেই করা যাবে সেখানে। এদিকে ব্রাদার্স ইউনিয়ন ও পারটেক্স খেলোয়াড়ড়া আর্থিক শঙ্কার কথা জানিয়েছে, এখনো তারা কোন অর্থ পায়নি। এবার সরাসরি চুক্তিতে ক্লাবগুলো ক্রিকেটার দলে নেওয়া সত্বেও লিগ শুরুর আগেই ৫০ শতাংশ অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে সিসিডিএম।'


সিসিডিএম সভাপতি আশাবাদী দেশে ক্রিকেট ফেরার সঙ্গে সঙ্গেই তারা ডিপিএল শুরু করবে পারবেন। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের পূর্বের নির্দেশনা মানা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball