এনগিদির কাছে লালার বিকল্প ভেজা তোয়ালে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে দীর্ঘ চার মাসের বিরতির পর মাঠে ফিরছে ক্রিকেট। তবে এই ভাইরাসের প্রাদুর্ভাবে ক্রিকেটে যুক্ত হয়েছে বেশ কিছু নিয়ম কানুন। স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে বলে লালার ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি।
এর ফলে বলের একপাশ চকচকে রাখতে বিকল্প খুঁজতে হচ্ছে পেসারদের। অনেকেই কৃত্রিম বস্তু দিয়ে বল চকচকে রাখার পরামর্শ দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি অবশ্য জানিয়েছেন, ভেজা তোয়ালে হতে পারে লালার বিকল্প।

এ প্রসঙ্গে এনগিদি বলেন, ‘বল সুইং করাতে এখন আমাদের নতুন পরিকল্পনা সাজাতে হবে। ভেজা তোয়ালেটাই সবচেয়ে ভালো হতে পারে, যাই হোক বল চকচকে রাখতে কোনো একটা উপায় খুজে বের করতেই হবে।’
এনগিডি ভাবছেন লালা মাখানো নিষিদ্ধ হওয়ায় বল চকচকে রাখা কঠিন হয়ে গেলে ব্যাটসম্যানরা আক্রমণাত্মক মেজাজ নিয়ে মাঠে নামবে। তাই বোলারদের কাজটা কঠিন হয়ে যাবে।
এনগিদির ভাষ্য, ‘যখনই বলা হলো লালা মাখানো যাবে না, কিছু ব্যাটসম্যান গ্রুপে (সামাজিক যোগাযোগমাধ্যমে) পোস্ট করল তাঁরা একটু উঁচুতে ড্রাইভ খেলবে। দেখতেই পাচ্ছেন ব্যাটসম্যানরা কী দৃষ্টিভঙ্গি নিয়ে নামবে খেলতে।’