promotional_ad

ক্রিকেটারদের পাওনা অর্থ আদায়ে কোয়াবের উদ্যোগ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে এক রাউন্ড মাঠে গড়ানোর পরই স্থগিত হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। মরণব্যাধি এই ভাইরাসের সংক্রামণ বেড়ে যাওয়ায় আপাতত অনিশ্চিতার মুখে ডিপিএলের ভবিষ্যৎ। সেই সঙ্গে অনিশ্চয়তার মুখে দেশের অনেক ক্রিকেটারের রুটি-রুজিও।


জানা গেছে, অনেক খেলোয়াড়ই চুক্তির শর্ত অনুযায়ী প্রাপ্য অর্থও এখনো পাননি। এমন অবস্থায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিসিবিকে অনুরোধ করেছে, ক্লাবগুলির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার।


promotional_ad

মঙ্গলবার (৭ জুলাই) কোয়াবের অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন। কোয়াবের বিবৃতিতে জানানো হয়েছে, তারা পরিস্থিতি বিবেচনার আশ্বাস দিয়েছেন। 


নিয়ম অনুযায়ী, চুক্তির সময়ই পারিশ্রমিকের ৫০ ভাগ বুঝিয়ে দেওয়ার কথা ক্রিকেটারদের। তবে ক্রিকেটারদের বড় একটি অংশ এখনও তা পাননি। কোয়াবের বিবৃতিতে বলা হয়েছে, প্রিমিয়ার লিগের নিয়ম ও প্রথা অনুযায়ী ক্রিকেটারদের এই অর্থ নিশ্চিত করতে বিসিবির সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করা হয়েছে। এছাড়াও খেলা শুরুর মতো পরিস্থিতি সৃষ্টি হলে যেন প্রিমিয়ার লিগ দিয়েই শুরু হয়, সেই দাবি জানানো হয়েছে আবারও।


অনলাইন সভায় উপস্থিত ছিলেন কোয়াবের সভাপতি ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান, কোয়াবের সহ-সভাপতি ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ, সাধারণ সম্পাদক দেবব্রত পাল, ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, তুষার ইমরান, জহুরুল ইসলাম, নাসির হোসেন, এনামুল হক জুনিয়র, শাহরিয়ার নাফীস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball