দীর্ঘ সময় পর চেনা ঠিকানায় মুশফিক

ছবি: ছবিঃ মুশফিকের ফেসবুক

|| ডেস্ক রিপোর্ট ||
প্রায় চার মাস পর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পা রেখেছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ছবি পোস্ট করেছেন বাংলাদেশ দলের অন্যতম পরিশ্রমী এই ক্রিকেটার।
করোনার প্রকোপে লম্বা সময় ধরে খেলা বন্ধ আছে। এমন অবস্থায় যার যার বাসায় ফিটনেস অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। মহামারী কাটিয়ে আবার কবে ক্রিকেটাররা মাঠে ফিরবেন, সেটারও ঠিক নেই।

এমন অবস্থায় সোমবার শের-ই বাংলার ২২ গজে পা রাখেন মুশফিক, ফেসবুকে গ্লাভস-মাস্ক পড়া একটি ছবি পোস্ট করে শিরোনামে তিনি লিখেন, “অসাধারণ ভেন্যুটিকে মিস করছি…শুধুমাত্র সর্বশক্তিমানই জানেন, আবার কবে আমরা অনুশীলন শুরু করতে পারব।”
করোনার প্রকোপ শুরুর আগে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে দারুণ খেলেছিলেন মুশফিক। নতুন দল আবাহনীর হয়ে করেছিলেন ১২৭ রান!
এরপর থেকে আর মাঠে নামা হয়নি বাংলাদেশের কোনও ক্রিকেটারের। মুশফিক অবশ্য হোম অফ ক্রিকেটে ব্যক্তিগতভাবে অনুশীলন করার জন্য বিসিবির কাছে অনুমতি চান। বিসিবি স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে সেটা নাকচ করে দেয়।