promotional_ad

শচীনের রেকর্ড ভাঙবে কোহলি, বিশ্বাস হগের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ক্রিকেটে একশ শতকের গর্বিত মালিক ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ক্রিকেট ঈশ্বরের গড়া সেই রেকর্ড এখন পর্যন্ত ভাঙা সম্ভব হয়নি কারও পক্ষে। তবে সাবেক অজি স্পিনার ব্র্যাড হগ মনে করেন, এই রেকর্ড ভাঙার সামর্থ্য রয়েছে বিরাট কোহলির।


৪৬৩ টি ওয়ানডেতে শচীন করেছেন ৪৯টি সেঞ্চুরি। সর্বাধীক সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় অবস্থানেই রয়েছেন কোহলি। ২৪৮ ম্যাচে ভারত দলপতি ঝুলিতে পুরেছেন ৪৩টি শতক। লাল বলেও সর্বাধিক সেঞ্চুরি করার তালিকার শীর্ষে রয়েছেন শচীন। 


২০০ টেস্টে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৫১ টি। অপরদিকে ৮৬ টেস্টে কোহালির সংগ্রহ ২৭ সেঞ্চুরি। অর্থাৎ কিংবদন্তি শচীনের রেকর্ড ভাঙতে গেলে আন্তর্জাতিক ক্রিকেটে আরো ৩১টি সেঞ্চুরি করতে হবে কোহলিকে।


promotional_ad

এক ইউটিউব চ্যানেলে হগ বলেন, 'অবশ্যই কোহলি পারবে। শচীন সে সময় খেলতো তখনকার থেকে এখনকার ক্রিকেটারদের ফিটনেস লেভেল অনেক উন্নত। প্রতিনিয়ত ফিজিও-ডাক্টারদের পরামর্শ নিচ্ছে।' 


'কোন সমস্যা শুরুর আগেই এখন সমাধান পাওয়া যায়। খেলোয়াড়রা এখন অনেক কম ম্যাচে বাইরে বসে থাকে। এছাড়া ম্যাচের সংখ্যাও বেড়ে গেছে অনেক। তাই বলছি, কোহলির ক্ষমতা আছে এই রেকর্ড ভেঙ্গে দেয়ার।' আরও যোগ করেন এই অজি।


মাস দুইয়েক আগে হগের সতীর্থ ব্রেট লিও একই কথা বলেছিলেন। লি জানিয়েছিলেন,  ছন্দ ধরে রাখতে পারলে আগামী ৭-৮ বছরের মধ্যে শচীনের রেকর্ড অবশ্যই ভেঙে দিতে পারেন কোহলি।


লি বলেছিলেন, লি বলেন, 'কোহলির প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই। যে কারণে প্রতিভা কোনও বাধা হবে না। কোহলির ফিটনেস নিয়েও কোনো সমস্যা নেই। আমি মনে করি, শচীনের রেকর্ড ভাঙার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হবে ফিটনেস। আর সর্বশেষ যেটি প্রয়োজন সেটি হল দৃঢ় মানসিকতা। এর প্রমাণ আমরা দেখেছি দেশের বাইরের ম্যাচগুলোতে।'


তিনি আরও বলেছিলেন, 'শচীনের রেকর্ড ভাঙার জন্য যে গুণাবলী থাকা প্রয়োজন, তার সবই কোহলির আছে। কিন্তু মনে রাখতে হবে আমরা শচীনের কথা বলছি। এক জন ‘ঈশ্বর’কে পিছনে ফেলার কথা বলছি। তাই দেখা যাক কী হয়। তবে কোহলি এখন যেভাবে খেলছে, তাতে মনে হচ্ছে সাত-আট বছরের মধ্যে এই রেকর্ড সহজেই ভেঙে দিতে পারবে ও।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball