promotional_ad

কোহলিদের কোচ হতে চাননি দ্রাবিড়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

 || ডেস্ক রিপোর্ট ||


২০১৭ সালে ভারতের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছিলেন অনিল কুম্বলে। এরপর এই গুরুদায়িত্ব উঠে রবি শাস্ত্রীর কাঁধে। কিন্তু শাস্ত্রীর আগে রাহুল দ্রাবিড়ের দুয়ারে কড়া নেড়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।


বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন্সের চেয়ারম্যান বিনোদ রায় সোমবার ভারতের এক সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন। কিন্তু পরিবারকে সময় দেয়ার কারণে এই পদ গ্রহণ করেননি দ্রাবিড়। সেই সঙ্গে অনূর্ধ্ব-১৯ এবং 'এ' দলের সঙ্গে কাজ করার উপর বাড়তি আগ্রহ দেখিয়েছিলেন ভারতের সাবেক এই ক্রিকেটার।


promotional_ad

দ্রাবিড়ের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া না পাওয়ায়, রবি শাস্ত্রীকে দায়িত্ব তুলে দেয় ভারতীয় বোর্ড। তিন বছর ধরে এই পদে দায়িত্ব পালন করে চলেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। তাঁর সঙ্গে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বিসিসিআইয়ের চুক্তি। 


বিনোদ রায় বলেন, 'আমরা দ্রাবিড়কে চেয়েছিলাম। কিন্তু সে পরিবারকে সময় দিতে চেয়েছিল। ওর দুজন ছেলে আছে, যারা বড় হচ্ছে। সে বলেছিল, যদি দলের সঙ্গে দেশে-বিদেশে ঘুরে বেড়াতে হয় তাহলে বাচ্চাদের সময় দিতে পারবে না। তাই ওর বাসায় থাকা প্রয়োজন। আমার মনে হয় রাহুলের ভাবনা সঠিক। ওর যেটা ঠিক লেগেছে সেটাই করেছিল।'


'কোচ হিসেবে কুম্বলে, শাস্ত্রী এবং দ্রাবিড় তিনজনই দারুণ। অবশ্যই দ্রাবিড়ের সঙ্গে আলাপ হয়েছে, সে সময় অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করছিলো। দলকে আরও উন্নত করাতে, সে ছক কষে ফেলেছিল। অসাধারণ ফলাফলও পাচ্ছিলো। সে এটাই চালিয়ে যেতে চেয়েছিল, ওর কাছে কিছু কাজ অসম্পূর্ণ লেগেছে যা শেষ করার প্রতি মনোযোগ ছিল বেশি।' আরও যোগ করেন তিনি। 


গত বছর জাতীয় ক্রিকেট অ্যাকেডেমির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন দ্রাবিড়। বিনোদ আরও জানিয়েছেন, এই পদে কাজ করতে পেরে সন্তুষ্ট ভারতের এই সাবেক অধিনায়ক। তিনি আরও বলেন, 'এনসিএর প্রধান কোচ দ্রাবিড়। সে খুবই আনন্দিত এই পদে কাজ করতে পেরে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball