সৌরভকে ঘৃণা করতেন নাসের হুসেইন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অবস্থায় আসার পেছনে অনেক বড় অবদান রয়েছে সৌরভ গাঙ্গুলির। সাবেক এই অধিনায়কের হাত ধরেই অগ্রযাত্রা শুরু হয়েছিল দলটির। তাঁর অধীনে ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির যৌথ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ২০০৩ বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল ভারত।
১৯৯৯ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ওয়ানডেতে ১৪৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সৌরভ। এরমধ্যে জিতেছেন ৭৬টি, জয়ের শতাংশ ৫৩.৯০। তাঁর আগে আছেন শুধু দুজন, মহেন্দ্র সিং ধোনি এবং মোহাম্মদ আজহারউদ্দিন। আর ৪৯ টেস্টে সৌরভ জিতেছেন ২১টিতে।

ভারতীয় দলের মানসিকতা বদলে দেয়ার পেছনে সৌরভ বড় ভূমিকা পালন করেছিলেন। তবে ভারতের সাবেক এই অধিনায়ককে ঘৃণা করতেন নাসের হুসেইন। এর কারণও জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
টস করতে সময়মত আসতেন না সৌরভ। দেরিতে আসা হয়ে উঠেছিল তাঁর স্ট্র্যাটেজিরই অঙ্গ। অস্ট্রেলিয়ার সবেক অধিনায়ক স্টিভ ওয়াহ'ও এই অভিযোগ করেছিলেন। নাসেরও জানালেন একই কথা। এ কারণেই সৌরভকে ঘৃণা করতেন তিনি।
এক ক্রীড়া চ্যানেলে নাসের হুসেন বলেছেন, ‘সৌরভ এমনই। যখন ওর বিরুদ্ধে খেলতাম, ওকে ঘৃণা করতাম। প্রত্যেক বা??? ও আমাকে টস করার জন্য দাঁড় করিয়ে রাখত। আর আমাকে বলতে হত, গাঙ্গুলি, সাড়ে ১০টা বাজে, আমাদের টস করে নেওয়া দরকার।’
তবে খেলা ছাড়ার পর সৌরভ সম্পর্কে ধারণা বদলেছে তাঁর। নাসেরের কথায়, ‘গত এক দশকের মতো ধারাভাষ্য দিয়েছি একসঙ্গে। ও বেশ ভাল, শান্ত। তবে ধারাভাষ্যের সময়ও ও দেরি করে আসে। তার বাইরে ও দারুণ। আর ক্রিকেটারদের এমনই হওয়া উচিত। বিরুদ্ধে খেলার সময় অপছন্দই থাকে, পরবর্তীকালে সাক্ষাতের সময় তখন ভাল লাগে।’