promotional_ad

ক্রিকেট বলে করোনা ছড়ানোর সম্ভাবনা কম!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার ঝুঁকি নিয়েই লম্বা বিরতির পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেট। তবে একটা আশঙ্কা রয়েই গিয়েছিল, বল থেকে করোনা সংক্রমণের। তবে সেটিও ঘুচে গেছে ইতোমধ্যেই। বলে করোনা জীবাণু লেগে থাকলেও তা দূর করার উপায় বের করে ফেলেছেন গবেষকরা।


ইম্পিরিয়াল কলেজ অব লন্ডন ও সুইডেনের করোলিস্কা ইনস্টিটিউটের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে দাবী করা হয়েছে ক্রিকেট বলে করোনা জীবাণু ৩০ সেকেন্ডেই ধ্বংস হয়ে যায়।


promotional_ad

গবেষণা থেকে জানা গেছে, সংক্রমিত কাপড় দিয়ে ক্রিকেট বলে মোছা হলেও ৩০ সেকেন্ডের বেশি সময় সেখানে ভাইরাস জীবিত থাকতে পারে না। আর টিস্যু দিয়ে বল মুছলে ভাইরাস আর বলে লেগে থাকছে না। আর যেহেতু ক্রিকেট ম্যাচে শারীরিক সম্পর্ক খুব একটা হয়না তাই সাধারণ কিছু সতর্কতা অবলম্বন করলেই আর সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা নেই।


এদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর এভিডেন্স বেসড মেডিসিন এর ডিরেক্টর কার্ল হেনেগেন ক্রিকেটকে কম ঝুকিপূর্ণ বলে মন্তব্য করেছেন। বল থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা কম সেটি তাঁর মন্তব্যেও পরিষ্কার ফুটে উঠেছে।


তিনি বলেন, 'ক্রিকেট হলো খুব কম ঝুঁকিপূর্ণ খেলা। আপনি অন্যের কাপে চা খেলে সংক্রমিত হতে পারেন। তবে অন্যের হাত থেকে ক্রিকেট বল নিলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম। ক্রিকেট খেলতে নেমে দুজন ক্রিকেটারের মধ্যে শরীরী সম্পর্ক হবার সম্ভাবনা বেশ কম। তাই ঝুঁকিও কম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball