promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের স্বাদ খুঁজছেন রোচ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার লম্বা বিরতির কাটিয়ে আগামী ৮ জুলাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজের মধ্য দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেট। ৩ ম্যাচের টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেধে দেয়া গাইডলাইন অনুসরণ করে।


ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজটি নিজেদের কাছে অ্যাশেজের সমমানের মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ দলের পেসার কেমার রোচ। সেই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজটি জেতায় এই সিরিজেও জয়ের বিষয়ে বেশ আশাবাদী এই পেসার।


promotional_ad

রোচ বলেন, 'ট্রফিটি দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া আমাদের প্রথম লক্ষ্য। ইংল্যান্ডে জিতবো ঠিক আছে, কিন্তু শিরোপা ধরে রাখাই বড় কথা। তিনি আমাদের জন্য অ্যাশেজের মতো বড় সিরিজ।'


সেই সঙ্গে টেস্টে রুটের অনুপস্থিতিকে আশির্বাদ হিসেবে দেখছেন রোচ। রুট না থাকায় বিষয়টি তাদের জন্য কিছুটা সুবিধাজনক বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে রোচ বলেন, 'অবশ্যই রুটের অনুস্পস্থিতি আমাদের জন্য কিছুটা সুবিধার। তবে তাঁর জায়গায় খেলানোর মত ইংল্যান্ডের কাছে বড় খেলোয়াড় আছে।'


পাশাপাশি নতুন অধিনায়ক স্টোকসের ভূয়সী প্রশংসা করেন ৩২ বছর বয়সী এই ডানহাতি পেসার।


রোচের ভাষ্যমতে, 'আমি বেন স্টোকসের অনেক বড় ফ্যান। আমি মনে করি তিনি একজন দুর্দান্ত ক্রিকেটার। আমরা সবাই জানি যে তিনি কীভাবে ক্রিকেট খেলেন। তিনি খুব উদ্যমী এবং তিনি যখন মাঠে ব্যাট করে এবং বল করেন তখন প্রচুর শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে করেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball