promotional_ad

বিশ্ব ক্রিকেট পরিবর্তন চায়: ক্যামেরন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


পাকিস্তানের এহসান মানির পাশাপাশি আইসিসির চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার দৌড়ে আছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্রেভস ও ক্রিকেট উইন্ডিজের সাবেক সভাপতি ডেভ ক্যামেরন।


এদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন ক্যামেরন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সফল সভাপতি তিনি। অনেক সমস্যায় জর্জরিত বোর্ডকে তিনি নিয়ম শ্রীঙ্খলার মধ্যে নিয়ে এসেছিলেন।


promotional_ad

এবার বৃহৎ পরিসরে কাজ করতে চান তিনি। ক্রিকফ্রেঞ্জির লকডাউন লাইভ আড্ডায় ক্যামেরন জানিয়েছেন, বৃহৎ পরিসরে কাজের জন্য তিনি আগেরবার তৈরি ছিলেন না। সে জন্য বোর্ড নির্বাচনেও হারতে হয়েছিল তাঁকে।


এ প্রসঙ্গে আইসিসির সভাপতি এই পদপ্রার্থী বলেন, 'দুইবছর আগে এমন অনেক বোর্ড সদস্য ছিলেন যারা আসলে ভেবেছিলেন তৎকালীন চেয়ারম্যানকে আমার চ্যালেঞ্জ করা উচিত ছিল। যদিও আমি তৈরি ছিলাম না এবং আমার সময় ছিল না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও সেই পর্যায়ে ছিল না।'


সেবার অংশ না নিলেও, এবার আইসিসি সভাপতি হতে আটঘাট বেঁধেই নেমেছেন ক্যামেরন। বিশ্ব ক্রিকেটের উন্নয়নে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন বেশ কয়েকবার। এরপর আইসিসির সদস্যরাই তাঁকে আইসিসি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দেয়।


ক্যামেরনের ভাষ্য, ' আমি ঠিক ছিলাম না এবং গত বছর আমি নির্বাচনে হেরে গিয়েছিলাম। কিন্তু আমি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পেরেছিলাম এবং বিশ্ব ক্রিকেটের উন্নতির জন্য আমার ভাবনা  তারা বেশ কয়েকবার শুনেছে এবং তারা বলেছে আমার প্রতিদ্বন্দ্বিতা করা উচিত।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball