সৌরভের চোখে টি-টোয়েন্টি অনেক গুরুত্বপূর্ণ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট দিয়ে শুরু হওয়া ক্রিকেট সময়ের পরিক্রমায় যোগ হয়েছে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টি-টেন ফরম্যাট। তবে টি-টোয়েন্টি ক্রিকেটকেই টেস্টের আবেদন নষ্টের মূল কারণ মনে করেন ক্রিকেট ভক্তরা।
যদিও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সুযোগ থাকলে যত বেশি সম্ভব টি-টোয়েন্টি খেলতেন তিনি।

গাঙ্গুলি তাঁর ক্যারিয়ারের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি। আইপিএলের সুবাদে টি-টোয়েন্টির সুবাস পেয়েছেন তিনি। ভারতের সাবেক এই অধিনায়ক জানালেন তিনি টি-টোয়েন্টি খেলা উপভোগ করতেন।
ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়ালের অনলাইন লাইভ অনুষ্ঠান ‘ওপেন নেটস উইথ মায়াঙ্ক’-এ অতিথি হিসেবে এসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি। সেখানেই এমন মন্তব্য করেছেন তিনি।
তাঁকে প্রশ্ন করা হয়েছিল, 'যদি আপনি এই সময়কার ক্রিকেটার হতেন। তাহলে আপনি কি নিজেকে টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে দেখতে চাইতেন? নাকি কেবল ওয়ানডে ও টেস্ট খেলতেন?’
এর উত্তরে গাঙ্গুলি বলেন, ‘না, আমি টি-টোয়েন্টি ক্রিকেট খেলতাম। আমার কাছে টি-টোয়েন্টি ক্রিকেট অনেক গুরুত্বপূর্ণ। আমি নিজেও টি-টোয়েন্টি ক্রিকেট উপভোগ করতাম। যদি সম্ভব হতো তাহলে আমি এই ফরম্যাটে আরও কিছুদিন খেলে যেতাম। নিজের খেলা বদলে ফেলতাম। আমি প্রথম পাঁচ আইপিএল আসরে খেলেছিলাম। সেখানে আমাকে মেরে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। আমি সেটা উপভোগ করেছিলাম।’