দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে সম্মানিত সাকিব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি উইজডেন ম্যাগাজিনের গবেষণায় চলতি শতাব্দীর দ্বিতীয় সেরা এবং মূল্যবান ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। একই সঙ্গে টেস্টের সেরা ক্রিকেটারদের তালিকায় বাংলাদেশ ক্রিকেট দলের সেরা এই অলরাউন্ডারক রাখা হয়েছে ষষ্ঠ স্থানে।
ক্রিকেটের বাইবেল খ্যাত এই ম্যাগাজিনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে বেশ আনন্দিত এবং সম্মানিত সাকিব। নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি। এই সম্মাননা প্রদান করার জন্য উইজডেন কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন সাকিব।

সাকিব লিখেছেন, 'সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ২য় এবং টেস্ট ক্রিকেটে ৬ষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।'
মূলত কোন খেলোয়াড়ের একটি ম্যাচে কতটা অবদান ছিল সেটি বিবেচনা করে তিন ফরম্যাটের ক্রিকেটে সেরাদের তালিকা প্রস্তুত করেছে উইজডেন। ক্রিকভিজের ডেটা বিজ্ঞানী স্যাম গ্রিন উদ্ভাবিত ফর্মুলা ব্যবহার করে বের করা হয়েছে ক্রিকেটারদের পয়েন্ট।
এরপর নির্বাচিত সময়ে খেলা সব ম্যাচের পয়েন্ট যোগ করার পর গড় বের করা হয়েছে। তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডে এবং টেস্টের তালিকায় জায়গা করে নিলেও টি-টোয়েন্টিতে নেই সাকিব।