নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে স্মরণ করলেন মুশফিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ক্রিকেটের আঁতুড়ঘর বলা হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি)। সাকিব-মুশফিকদের মতো তারকা খেলোয়াড়দের উঠে আসার প্লাটফর্ম এই বিকেএসপি। মানুষ সব ভুলে গেলেও ভুলে যায় না তাঁর শিকড়কে। মুশফিকুর রহীমও এর ব্যতিক্রম নয়। সর্বদা মনে রাখেন তাঁর জাতীয় দলে উঠে আসার মাধ্যম বিকেএসপিকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের করা প্রশ্নোত্তর পর্বে আবারো সেই বিকেএসপিকে স্মরণ করলেন জাতীয় দলের এই ক্রিকেটার। জানালেন কিভাবে ছোট থেকে কিভাবে তিনি এলেন আজকের এই পর্যায়ে।

মুশফিক লিখেন, 'আসসালামুয়ালাইকুম। আমি মুশফিকুর রহীম, জাতীয় ক্রিকেট দলের বর্তমান খেলোয়াড়। ছোট থেকেই আমি ক্রিকেটের প্রতি পাগল ছিলাম। আমি প্রায়শই আমার বড় ভাইদের সঙ্গে মাঠে গিয়ে খেলতাম। স্কুলেও আমি ক্রিকেট খেলতাম।'
'এরপর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সপ্তম শ্রেণীতে আমি ভর্তি হই। আলহামদুলিল্লাহ সেখান থেকেই আমি আমার মেধা প্রদর্শন করে সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ পেয়েছি।'
উল্লেখ্য, বিকেএসপির ২০০০ সালের ব্যাচে ছিলেন মুশফিক। একই ব্যাচে ছিলেন সোহরাওয়ার্দী শুভ, শামসুর রহমান শুভ, মামুনুর রহমান চয়ন, আবদুল্লাহ হেল বাকি।