আইসিসির হাতে ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ দিতে প্রস্তুত সাবেক শ্রীলঙ্কান মন্ত্রী
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি ফিক্সিং করে ভারতকে জিতিয়ে দিয়েছিল শ্রীলংকা। এমনটাই অভিযোগ এনেছিলেন সাবেক লঙ্কান ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দে আলুথগামাকে। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করে লঙ্কান পুলিশ। কিন্তু পর্যাপ্ত প্রমাণ না থাকায় সেই তদন্তের সমাপ্তি টেনে দেয় তদন্ত কমিটি।
আইসিসির দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যালেক্স মার্শালও একই সুরে জানান, আলুথগামাকে তাদের ম্যাচ ফিক্সিংয়ের বিষয়ে কোনো চিঠি পাঠায়নি। তবে যথাযথ প্রমাণাদি পেলে ফের তাঁরা বিষয়টি পর্যালোচনা করবে। আইসিসির এমন মন্তব্যের পর শনিবার (৪ জুলাই) আলুথগামাকে আইসিসির দুর্নিতি দমন বিভাগের কাছে আরও প্রমানাদী পাঠানোর ঘোষণা দিয়েছেন।

আলুথগামাকে বলেন, 'আমি অ্যালেক্স মার্শালকে জানিয়েছি ম্যাচটি পাতানো ছিল তাঁর সপক্ষে আরও প্রমাণ দিতে প্রস্তুত রয়েছি।'
সেই সঙ্গে তিনি দাবী করেন একটি মহল চক্রান্ত করে অর্থ খরচ করে বিষয়টি ধামাচাপা দেবার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। সাবেক এই ক্রীড়ামন্ত্রী বলেন, 'কিছু মানুষ প্রচুর অর্থ খরচ করে তদন্তের মোড় ঘুরাতে চেষ্টা করে যাচ্ছেন।'
মাহিন্দানন্দের অভিযোগের জের ধরে শ্রীলংকা দলের তৎকালীন প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা, ওপেনিং ব্যাটসম্যান উপুল থারাঙ্গা এবং সে সময়কার অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে জেরা করে তদন্ত কমিটি।