promotional_ad

সাকিবকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্রিকেটের 'বাইবেল' খ্যাত ম্যাগাজিন উইজডেনের শতাব্দীর সেরা খেলোয়াড়দের তালিকায় দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান, এমন কীর্তিতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।


এক বিজ্ঞপ্তিতে ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল বলেন, ‘ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন ‘উইজডেন’- এর গবেষণায় একুশ শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়ায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।


promotional_ad

কোভিড- ১৯ এর এ দুঃসময়ে এটি অত্যন্ত বড় সুখবর। এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। সাকিবের এ অর্জনের মধ্যে দিয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হলো। আমি আশা করি, সাকিব অচিরেই মাঠে ফিরে বরাবরের ন্যায় দুদান্ত নৈপুণ্য প্রদর্শন করবে।’


তিন ফরম্যাটের ক্রিকেটের ওয়ানডে এবং টেস্ট এই দুই ফরম্যাটে সেরাদের সঙ্গে জায়গা করে নিয়েছেন সাকিব। শুধুমাত্র ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে জায়গা হয়নি এই অলরাউন্ডারের।


টেস্টে তালিকার ৬ নম্বরে অবস্থান করছেন সাকিব। আর ওয়ানডেতে মাত্র ০.৫ পয়েন্ট কম অর্জন করায় দুই নম্বরে রয়েছেন তিনি। তাঁর উপরে আছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।


কোনো খেলোয়াড়ের একটি ম্যাচে কতটা অবদান ছিল সেটি বিচার করে তালিকা প্রস্তুত করা হয়েছে। ক্রিকভিজের ডেটা বিজ্ঞানী স্যাম গ্রিন উদ্ভাবিত ফর্মুলা ব্যবহার করে বের করা হয়েছে ক্রিকেটারদের পয়েন্ট। এরপর নির্বাচিত সময়ে খেলা সব ম্যাচের পয়েন্ট যোগ করার পর গড় বের করা হয়েছে।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball