promotional_ad

তথ্য ফাঁসের ঘটনায় ভারতের দিকে সন্দেহের তীর আইসিসির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মহামারী করোনাভাইরাস থমকে দিয়েছে পুরো বিশ্বকে। এর প্রভাবে ইতোমধ্যেই স্থাগিত ও বাতিল হয়েছে অনেক ইভেন্ট। এখন পর্যন্ত ঝুলে আছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও। গেল বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় এ নিয়ে আলোচনা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। সেই সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হয়েছে ১০ জুন পর্যন্ত।


তবে কি নিয়ে হয়েছিল সেই বোর্ড সভা? জনমনে সেই প্রশ্ন জাগতেই পারে। আইসিসির সেই বোর্ড সভা হয়েছিল তথ্য ফাঁসের ব্যপারে।


promotional_ad

ধারণা করা হচ্ছে আইসিসির সঙ্গে বিভিন্ন দেশের বোর্ডের মধ্যকার আলোচনা বেরিয়ে পড়ছে সংবাদমাধ্যমে। একই সঙ্গে ফাঁস হয়ে যাচ্ছে গোপন ই-মেইল। এই তথ্য ফাঁস রোধে আইসিসি বৃহস্পতিবারের বোর্ড সভায় আলোচনা করেছে, কীভাবে ভেতরের খবর ফাঁস হচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত কমিটিও গঠন করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।


আইসিসি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, 'আলোচনার গোপনীয়তা রক্ষা হচ্ছে না বলে সদস্য দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাই বিষয়টি তদন্ত করে দেখার জন্য আইসিসির নীতিশাস্ত্র অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।'


তবে খবর ফাঁস করার পেছনে জড়িত কারা, সেটি তদন্ত করে বের করার কথা বললেও আইসিসি সন্দেহের তীর ছুঁড়েছে ভারতের দিকে। কেননা, ফাঁস হওয়া খবরগুলো সবগুলোই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। আর ফাঁস হওয়া ই-মেইলগুলো আইসিসি ও ভারতীয় বোর্ডের মধ্যে চালাচালি হয়েছিল।


এখন অপেক্ষার পালা তদন্তের ফলাফল আসা পর্যন্ত। এরপরই জানা যাবে আসল দোষী কারা। ভারত না আইসিসির ভেতরকার কেউ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball