করোনায় আক্রান্ত হলে বদলি ক্রিকেটার চায় ইংল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রয়োজনের তাগিদে যে কোনো কিছুতেই আসতে পারে পরিবর্তন। ক্রিকেটও এর বাইরে নয়। গেল বছরেই ফুটবলের মতো ক্রিকেটেও ইনজুরির কারণে বদলী খেলোয়াড় নামানোর প্রথা চালু করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলতি করোনা বিপর্যয়ের কারণে 'করোনা বদলি' ব্যবস্থা চালু করার ব্যাপারে ভাবছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ বিষয়ে ইতোমধ্যে তারা আইসিসির কাছে আবেদনও করেছে।
কনকাশন সাব সিস্টেমে কোনো ক্রিকেটারের মাথায় বল লাগলে সেক্ষেত্রে সেই ক্রিকেটারের সমতূল্য একজন ক্রিকেটার বদলী হিসেবে খেলতে নামতে পারেন। আর করোনা বদলির ক্ষেত্রে কোনো খেলোয়াড় খেলার মাঝপথে করোনায় আক্রান্ত হলে সেক্ষেত্রে তাঁর বদলী নেয়া যাবে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হবার আগেই জুলাইয়ে মাঠে গড়াতে যাচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ। ইসিবি ডিরেক্টর স্টিভ এলওয়ার্দির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আইসিসির কাছে সিরিজের মাঝখানে কোনো খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়ে গেলে তার বদলি খেলোয়াড় নামানোর অনুমতি চেয়েছে তারা।
তিনি বলেন, 'কোভিড-১৯ বদলি নিয়ে আলোচনা চলছে। টেস্ট ম্যাচ বা ওয়ানডে, সকালে পরীক্ষা করানো হবে ক্রিকেটারদের, কেউ উতরে গেলে মাঠে নামবে, কেউ পজিটিভ হলে সরিয়ে ফেলা হবে। এটি (বদলি) মূলত টেস্ট ক্রিকেটের জন্যই বিবেচিত হবে। আমরা আশা করছি, জুলাইয়ে টেস্ট সিরিজ শুরুর আগেই এটি নিয়ম করা হবে।'
তবে খেলোয়াড় বদলির পন্থা, খেলোয়াড়দের করোনা টেস্ট কখন করা হবে সে বিষয়ে কোনো পরিষ্কার ধারণা দিতে পারেনি ইসিবি। শুধু জানিয়েছে খুব শীঘ্রই এমন বদলীর ব্যবস্থা চালু হতে যাচ্ছে।
বর্তমানে মহামারী এই ভাইরাসের প্রকোপে খেলা বন্ধ থাকলেও, মাঠে খেলা ফিরলে যেকোনো সময় এই ভাইরাসে ক্রিকেটারদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। মূলত এই কারণেই করোনা বদলির কথা ভাবছে ইসিবি।
খেলার সময় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যেই বলে মুখের লালা ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি।