মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ইয়াসির শাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শুক্রবার বড় দুর্ঘটনার শিকার হয়েছে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। লাহোর থেকে ছেড়ে আসার বিমানটি করাচির বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। কাছের একটি আবাসিক এলাকায় গিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।
এই দুর্ঘটনায় অন্তত ৮০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে এর সঙ্গে আরেকটি গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিমান বিধ্বস্তের এই ঘটনায় ছড়িয়ে পড়ে ইয়াসির শাহর মৃত্যুর গুজব।

এর কয়েকঘন্টা পরই নিজের মৃত্যুরখবরকে গুজব বলে জানান এই লেগ স্পিনার। পাকিস্তান জাতীয় দলের এই ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি টুইটও করেছিলেন। যদিও সেটি আবার মুছেও দিয়েছেন তিনি।
টুইটে ইয়াসির লিখেছিলেন, ‘সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা, আমি নিজের ঘরে নিরাপদেই আছি। উড়োজাহাজ দুর্ঘটনায় যাদেরকে হারিয়েছি, তাদের জন্য প্রার্থনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাত উল ফিরদাউস দান করুন।’
৩৪ বছর বয়সী এই লেগ স্পিনার পাকিস্তান দলের পরিচিত মুখ। দেশের হয়ে খেলেছেন ৩৯টি টেস্ট ২৫টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি। তবে লঙ্গার ভার্সনের বেশি খেলে থাকেন তিনি। নিয়েছেন ২১৩টি টেস্ট উইকেট।