করোনায় আক্রান্ত তৌফিক উমর

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস আঘাত হেনেছে পাকিস্তানের ক্রীড়াঙ্গনে। দেশটির সাবেক ক্রিকেটার তৌফিক উমর কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। গত রবিবার (২৩ মে) জ্বরাক্রান্ত হন তিনি। এরপর তাঁর শরীরে করোনার অন্যান্য উপসর্গও দেখা দেয়।
তারপর দ্রুত করোনা পরীক্ষা করান একসময়ের পাকিস্তান দলের এই নিয়মিত সদস্য। রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের।
পাকিস্তানের একটি গণমাধ্যমকে তৌফিক বলেন, ‘গত রাতে অল্প অসুস্থবোধ করায় আমি করোনা পরীক্ষা করাই এবং ফল পজিটিভ এসেছে। আমার উপসর্গগুলো তেমন তীব্র নয়।

আমি বাড়িতে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছি। আমার আবেদন থাকল, সবাই আমার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করবেন।’
পাকিস্তানের হয়ে ৪৪টি টেস্ট খেলেন এই ওপেনার। এ ছাড়া দলটির হয়ে ২২টি ওয়ানডে ম্যাচ খেলেন এ বাঁ-হাতি ব্যাটসম্যান। অবসর না নিলেও ২০১৪ সালের পর জাতীয় দলের হয়ে আর দেখা যায়নি তাঁকে।
পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে করোনায় সংক্রমিত হলেন তৌফিক। এর আগে সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ কোভিড-১৯ পজিটিভ হন।
এ ছাড়া স্কটল্যান্ডের ক্রিকেটার মাজিদ হক ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার সলো এনকুয়েনি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।