আশরাফুলের সঙ্গে বন্ধুত্ব আর দ্বৈরথের গল্প শোনালেন মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। ফিক্সিংয়ে জড়িয়ে লম্বা সময় নিষিদ্ধ ছিলেন তিনি। যদিও নিজের সেরা সময়ে বাংলাদেশকে অনেক ঐতিহাসিক জয় পাইয়ে দিয়েছেন তিনি।
তাই বাংলাদেশের ক্রিকেট থেকে তার নাম মুছে ফেলা অসম্ভবই বটে। অন্যদিকে, নিজেকে দেশ সেরা অধিনায়ক হিসেবে প্রমণিত করেছেন মাশরাফি বিন মুর্তজা। এক সময় আশরাফুল এবং মাশরাফির মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব।

যদিও ঘরোয়া ক্রিকেট হলেই সেই বন্ধুত্ব রূপ নিত প্রতিপক্ষে। তাদের দ্বৈরথও ছিল উপভোগ্য। আশরাফুলকে প্রতিপক্ষ হিসেবে স্ট্রাইকে পেলেই বল হাতে জ্বলে উঠতেন মাশরাফি। সম্প্রতি তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায় তাদের সেই দ্বৈরথের গল্প বলেছেন মাশরাফি।
মাশরাফি বলেন, ‘তুই বোধহয় আমার সেরা সময়ের কথাই বলছিস। তখন আশরাফুলকে আউট করাই অনেক প্রাধান্য পাওয়ার মত ব্যাপার ছিল। কেন জানি আশরাফুলের সাথে মাঠের ভেতর ঐ যুদ্ধটা ছিলই। ঐ সময় সে আমার বেস্ট ফ্রেন্ডও ছিল। ও ব্যাটিংয়ে আসলে দ্বৈরথটা অটোমেটিক কাজ করত।’
মাশরাফির বিপক্ষে খেললে প্রায়ই তার কাছে উইকেট হারিয়ে বসতেন আশরাফুল। আর আশরাফুলও অনেক রান করেছেন মাশরাফির বিরুদ্ধেই তাই দুজনের লড়াইটা ছিল দেখার মতো।
মাশরাফি আরও বলেন, ‘জোরে বল করব, অ্যাকুরেসি ঠিক থাকে, ওকে যেন আউট করতে পারি- এসব ব্যাপার কাজ করত। একসময় মানসিক গেম তৈরি হয়ে গিয়েছিল- আসলে আমি জোরে বল করতাম না, ভালো বল করা শুরু করতাম। ও অনেকবার আউট হয়েছে। আমার বিপক্ষে রান করেনি তা না। তবে ওর সাথে আমার অন্যরকম লড়াই হত।’