promotional_ad

সেই হার অনেকদিন তাড়া করেছে মুশফিক-মাহমুদউল্লাহকে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচে জয়ের অনেক কাছে গিয়েও পরপর দুই বলে চার হাঁকিয়ে সহজ সমীকরণটাকেও বাস্তবে পরিণত করতে পারেননি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা। বেশি উল্লসিত হয়ে পড়েছিলেন মুশফিক। সেটা নিয়ে এখনও মুশফিককে ভারতের ভক্তদের রোশানলে পড়তে। সেই ম্যাচে মাত্র ১ রানে বাংলাদেশের হারের জন্য মুশফিক-মাহমুদউল্লাহকেই দায়ী করেন অনেকে।


সেই হারের ক্ষত ভুলতে লম্বা সময় লেগে গিয়েছিল মুশফিক-মাহমুদউল্লাহর। দুজনই জানিয়েছেন, নিদাহাস ট্রফিতে দলকে জেতানোর পর তাদের আত্মবিশ্বাস বেড়ে যায় এবং সেই ঘোর থেকে বেড়িয়ে আসেন তারা। শনিবার (২৪ মে) তামিম ইকবালের সঙ্গে ফেসবুকে লাইভ আড্ডায় একথা বলেছেন এই দুজন।



promotional_ad

এ প্রসঙ্গে মুশফিক বলেন, 'এটা অপ্রত্যাশিত বলতে গেলে। ওই মুহূর্তে গিয়ে হেরে যাবো কখনও মনে করিনি। ওইসময় দুই বলে দুই চার হওয়ার পরে, আমি যখন তৃতীয় বলটা খেলবো তখন অনেকেই ভেবেছে আমি সেলিব্রেশন করে ফেলেছি। আসলে না। আমার লক্ষ্য ছিল যেভাবেই হোক লাইনটা ক্রস করতে হবে, আমিও জিতি নাই আমার দলও জিতে নাই। হিট অব দ্য মোমেন্টে এটা হতে পারে। পরবর্তী বলে এক বা দুই রানের বিষয়টি আমার মাথায় সেভাবে কাজ করেনি।'


কঠিন সময়ের কথা স্মরণ করে মুশফিক বলেন, 'ওই সময় আমার স্ত্রী আমার সাথে ছিল। খুব কঠিন সময়ই গেছে ওই সময়। যেখানেই যাই এয়ারপোর্ট হোক, ভারতের প্লেয়াররা, দর্শকরা সবাই জানে। তোরাও ড্রেসিং রুমে ছিলি। কত কিছুই একচে??্জ হয়েছে কথা। অনেক খারাপ লেগেছে এবং অনেক সময় লেগেছে। নিদাহাস ট্রফিতে যখন একটা ম্যাচ জেতালাম তখন আমার আত্মবিশ্বাস বেড়েছে।'


ভারতের বিপক্ষে সেই হারের বেদনায় লম্বা সময় পুড়েছেন মাহমুদউল্লাহও। নিয়মিতই তিনি বাংলাদেশের লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করেন। সময় কঠিন সমীকরণে এলেই তাঁর ভারতের বিপক্ষে ম্যাচের কথা মনে হয়ে যেত। যদিও নিদাহাস ট্রফি থেকে তাঁর সেই ভীতি দূর হয়েছে।



মাহমুদউল্লাহর ভাষ্য, 'আমার জন্য খুবই কঠিন ছিল। হোটেলে ফেরার পর সেদিন আমরা অনেক রাত পর্যন্ত রুমের বাইরে বসে ছিলাম। ওই ঘাঁটা কখনও হয়তো শুকাবে না। আমি বেশিরভাগ সময় লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করি। কাঞ্চ টাইমে ব্যাটিং করা লাগে। ওই জিনিসটা আমাকে সবসময় তাড়া করতো। কনফিডেন্সের দিক দিয়ে। আমি কি পারবো? নাকি পারবো না। আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে কিছুটা হলেও আত্মবিশ্বাস এসেছে নিদাহাস ট্রফিতে। নিদাহাস ট্রফি পর্যন্ত সেটা আমাকে তাড়া করতো। সেটার পর নিজের প্রতি বিশ্বাসটা একটু জোরালো হয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball