আইপিএল খেলা উচিৎ নয় অজিদের!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফ্রাঞ্চাইজি লিগের ভেতর সবচেয়ে জনপ্রিয় লিগ কোনটি? উত্তরটা যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সেটা দিতে রকেট সায়েন্স জানার প্রয়োজন হবে বলে মনে হয়না। বিশ্বের অন্যতম এই জনপ্রিয় টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন ক্রিকেটাররা। সেই সঙ্গে ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরাও মুখিয়ে থাকেন আইপিএলে কাজ করতে।
কিন্তু সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালান বোর্ডার গাইলেন ভিন্ন গান। আইপিএলকে নেহাতই অর্থলিপ্সু বলে আখ্যায়িত করে ধুয়ে দিয়েছেন সাবেক এই অজি ক্রিকেটার। সেই সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা যেন আইপিএল না খেলেন। এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি রেডিওতে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বোর্ডার।

আপিএলের উপর নাখোশ হবার মূল কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে এর সাংঘর্ষিক সূচী। করোনার প্রভাবে বর্তমানে বন্ধ রয়েছে সকল প্রকার ক্রিকেটীয় ইভেন্ট। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে আইপিএলের চিওলতি বছরের আসরটি। একই সঙ্গে শঙ্কায় রয়েছে অক্টোবরে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপও। ভারত চাইছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিয়ে সে সময় আইপিএলের আয়োজন করতে। এতেই ক্ষেপে গিয়েছেন বোর্ডার।
বোর্ডার বলেন, 'বিশ্বকাপের মতো ইভেন্ট অবশ্যই স্থানীয় পর্যায়ের কোনো টুর্নামেন্টের চেয়ে বেশি প্রাধান্য পাওয়া উচিত। অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশি গুরুত্ব পাওয়া উচিত। যদি বিশ্বকাপ স্থগিত করে আইপিএলের আয়োজন করা হয় তাহলে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড যেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের আইপিএলে খেলা বন্ধ করার ব্যবস্থা করে।
তিনি আরও বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে, আইপিএলও হবে না। যদি হয় তবে আমি সেই ব্যাপারে প্রশ্ন তুলবো। এটা তো (আইপিএল) শুধুমাত্র একটি অর্থ দখলদারী টুর্নামেন্ট, তাই নয় কি?'
আইসিসির দুর্বলতার কারণেই ভারত এমনটা বলার সাহস পাচ্ছে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আইসিসির আয়ের শতকরা ৮০ ভাগ অর্থ যোগান দেয় ভারত। জানা কথা আইসিসিতে ভারতের প্রভাবও বেশি। কিন্তু তাই বলে বিশ্বকাপের মতো আন্তর্জাতিক একটি টুর্নামেন্টের চেয়ে স্থানীয় কোনো টুর্নামেন্টকে গুরুত্ব দেয়াটা মোটেও মানানসই নয়। এটা হতে দেয়া যায় না।'
আইপিএলে প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নারের মতো তারকা অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা মোটা অঙ্কের চুক্তিতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির দলে খেলেন। অজি পেসার প্যাট কামিন্স আইপিএলের এবারের আসরে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ১৫ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স।