promotional_ad

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে আগ্রহী ভারত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী সকল ক্রিকেটীয় ইভেন্ট বন্ধ রয়েছে। খেলা মাঠে কবে গড়াবে সেটি জানা নেই কারোই। সবাই দিন গুনছে পরিস্থিতি স্বাভাবিক হবার। করোনার প্রাদুর্ভাব কাটিয়ে খেলা মাঠে ফিরলে আসন্ন আগস্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে আগ্রহী ভারত।


সম্প্রতি ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের মধ্যকার এক আলোচনায় সিরিজটি আয়োজনের সিদ্বান্ত নেয়া। দুই বোর্ডের প্রধান নির্বাহীরা এই সিদ্ধান্তে উপনীত হন যে, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে তাদের কোনো আপত্তি নেই।



promotional_ad

বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরি এ প্রসঙ্গে বলেন, 'করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আসন্ন বর্ষা মৌসুমের শেষে ক্রিকেট শুরু করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। সেক্ষেত্রে আগামী আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিয়েই আমরা অনেক বেশি আগ্রহী।'


তিনি আরও বলেন, 'প্রত্যেকেরই অধিকার আছে, নিজেদের সুরক্ষা নিয়ে ভাবার। ভারত সরকার যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেভাবে চলব।'


অপরদিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জ্যাক ফল বলেন, 'সিরিজ আয়োজনের ব্যাপারে বিসিসিআইয়ের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। ভারত তার চুক্তি রক্ষা করতে চাইছে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজটি খেলতে সম্মত হয়েছে।'



সিরিজটি কোনো কারণে বাতিল হয়ে গেলে সেটা থেকে উত্তরণের পন্থাও জানিয়তে দিলেন ফল।


এ প্রসঙ্গে তিনি বলেন, 'যদি কোনো কারণে এই সিরিজটিও স্থগিত হয়ে যায়, তবে আমাদের বা ভারতের কিছুই করার থাকবে না। পরবর্তীতে আমরা আবারও সিরিজ আয়োজন নিয়ে নতুন করে ভাববো। এরইমধ্যে সরকারের কাছ থেকে সিরিজ আয়োজনের অনুমতি পেয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। প্রয়োজনে দর্শকহীন স্টেডিয়ামে খেলা হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball