গাঙ্গুলিকে তিন বছর রেখে দিতে কোর্টে বিসিসিআই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী চেয়ারম্যান হওয়ার আলোচনায় আছেন সৌরভ গাঙ্গুলি। যদিও এখন তিনি নিজ দেশের ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আপাতত সেদিকেই নজর তাঁর।
সাবেক এই অধিনায়ককে পূর্ণ মেয়াদে সভাপতি হিসেবে রেখে দেয়ার উদ্যোগ নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এর জন্য তারা দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের।

বিসিসিআইয়ের গঠনতন্ত্র অনুযায়ী কেউ পরপর দুই মেয়াদে রাজ্য ও কেন্দ্রীয় ক্রিকেট সংস্থার দায়িত্বে থাকলে বাধ্যতামূলকভাবে তাঁকে তিন বছরের ‘কুলিং অফ’ পিরিয়ডে থাকতে হবে।
সেই নিয়ম অনুযায়ী ১ জুলাই থেকে তিন বছরের ‘কুলিং অফ’ পিরিয়ড শুরু হওয়ার কথা রয়েছে গাঙ্গুলির। কারণ তিনি ৫ বছরেরও বেশি সময় ধরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া গত বছর তিনি বিসিসিআইয়ের দায়িত্ব নেন। এই মেয়াদ শেষ হবে আগামী জুনে। যদিও গত ১ ডিসেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বিসিসিআইয়ের সেই ধারা সংশোধনের একটি খসড়া করা হয়।
সেখানে বলা হয়েছে কেবল মাত্র বিসিসিআইয়ের দায়িত্বে দুই মেয়াদে থাকলেই কেবল কুলিং অফ পিরিয়ড কার্যকর হবে। সংশোধিত সেই গঠনতন্ত্র অনুমোদনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে বিসিসিআই।
এ প্রসঙ্গে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেছেন, ‘কুলিং অফ’ পিরিয়ডের আগের নিয়ম যারা করেছিলেন, মাঠ পর্যায়ে ক্রিকেট পরিচালনা নিয়ে তাদের কোনো অভিজ্ঞতাই ছিল না। ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই এই পরিবর্তন প্রয়োজন।