হগের সেরা একাদশে বাবর, নেই কোহলি

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
বর্তমান সময়ের সেরা টেস্ট একাদশ নির্বাচন করেছেন সাবেক অজি স্পিনার ব্র্যাড হগ। এই একাদশে চার ভারতীয়কে রাখলেও অধিনায়ক বিরাট কোহলিকে রাখেননি হগ।
কোহলিকে না রাখার যুক্তিতে তিনি বলেন, ‘আপনি যদি কোহলির শেষ ১৫টা ইনিংস দেখেন, তাহলে দেখতে পাবেন মাত্র চারবার ৩১ রানের বেশি করতে পেরেছে। ঠিক এ কারণেই আমার এ বছরের একাদশে কোহলি নেই।’

এদিকে বাবর আজম পাকিস্তানের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার পর থেকে কোহলির সঙ্গে তাঁকে পুনরায় তুলনা করা শুরু হয়েছে।
হগ যেন এই বিতর্ককে আরও উসকে দিলেন! কেননা নিজের একাদশে বাবর আজমকে জায়গা দিয়েছেন তিনি।
এই ব্যাপারে হগের যুক্তি, ‘আমি এই একাদশে বাবরকে রেখেছি কারণ গতবছর পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরে সে ব্রিসবেনে একটি সেঞ্চুরি করেছিল। ব্রিসবেনের উইকেটে সফররত যে কারও জন্য পারফর্ম করা খুবই কঠিন।’
হগের বর্তমান সেরা টেস্ট একাদশ: মায়াঙ্ক আগারওয়াল (ভারত), রোহিত শর্মা (ভারত), মার্নাস ল্যাবুশেন (অস্ট্রেলিয়া), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বাবর আজম (পাকিস্তান), আজিঙ্কা রাহানে (ভারত), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), মোহাম্মদ শামি (ভারত), নেইল ওয়াগনার (নিউজিল্যান্ড) ও নাথান লায়ন (অস্ট্রেলিয়া)।