অনুশীলন করে ভাগ্য বদলানো যায়: লিটন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে ক্রিকেট দর্শন বদলে যায় লিটন দাসের। সেই সফরে নিজের সক্ষমতা সম্পর্কে আরও ভালো ধারণা লাভ করেন লিটন। নেট অনুশীলনে আগের চাইতে বেশি মনযোগী হয়ে পড়েন।
সম্প্রতি ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আগে আমি ভাগ্য নিয়ে অনেক চিন্তা করতাম। ক্রিকেটে ভাগ্য অবশ্যই দরকার। তবে এখন আমি বুঝতে পারে, অনুশীলন করে যে কেউ ভাগ্য বদলাতে পারে।
আমার আগে মনে হতো ভাগ্য আমাকে সঙ্গ দিচ্ছে না, আমার হয়তো কিছুই করার নেই। এখন আমি চিন্তা করি, দুই বছর আগে যদি আরও বেশি পরিশ্রম করতাম, তাহলে সফল হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকতো।'

স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলার আগে ২৭ টি ওয়ানডেতে লিটন করেন ৫০৮ রান। গড় ১৯.৫৪ ও স্ট্রাইক রেট ৭৯.৭৫।
সেই সিরিজে বদলে যাওয়া লিটন পরের নয় ম্যাচে করেন ৮১.৬ গড়ে ৫৭১ রান। স্ট্রাইক রেট ১১৫.২।
লিটন আরও বলেন, 'আমি যখন আয়ারল্যান্ডে যাত্রা শুরু করি, তখনও জানতাম না বিশ্বকাপে খেলব কিনা। তবে একটা ব্যাপারে আমি মনস্থির করি, সেটা হচ্ছে আগের চেয়ে বেশি অনুশীলন করা। অনুশীলন শেষ করে আমি আগের চেয়ে খুশি হতে লাগলাম।
বিশ্বাস করতে শুরু করলাম, আমি ভালো করছি। একটা ব্যাপারে সিদ্ধান্ত নিই, সেটা হচ্ছে আমি কম সময় ব্যাটিং করব না। এরপর থেকে নেট যখনই খালি থাকে, আমি ব্যাটিং করা শুরু করি। কোচকেও অনুরোধ করি, আমি যেন সবার অনুশীলন শেষে আবার ব্যাটিং করতে পারি।'