লিটনকে বোঝাতে শচিনের উদাহরণ টেনেছিলেন যোশি

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় দলের স্পিন বোলিং কোচ থাকার সময় লিটন দাসকে ব্যাটিং দীক্ষা দিয়ে যান সুনিল যোশি। লিটনকে বিভিন্ন উইকেটে স্পিন কীভাবে খেলতে হয়, এই ব্যাপারে ধারণা দেন তিনি। উদাহরণ হিসেবে কিংবদন্তি শচিন টেন্ডুলকারের নামও আনেন যোশি।
মূলত স্পিন বোলিং কোচ হলেও ব্যাটিং সম্পর্কে ভালোই ধারণা রাখেন যোশি। নিজের খেলোয়াড়ি জীবনে শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়দের মতো কিংবদন্তিদের নেটে নিয়মিত বোলিং করাতে, ব্যাটিং নিয়েও পরিষ্কার ধারণা সৃষ্টি হয়েছে তাঁর।

বাংলাদেশ দলের কোচিং স্টাফে থাকার সময় লিটনকে প্রায়ই পরামর্শ দিতেন ভারতের এই সাবেক ক্রিকেটার। লিটনকে ঘরোয়া ক্রিকেটেও লম্বা সময় ধরে ব্যাট চালানোর পরামর্শ দেন যোশি।
সম্প্রতি লিটন ক্রিকবাজকে বলেন, 'আমার ব্যাটিং নিয়ে সুনিল যোশির সঙ্গেও কথা হয়েছে। সে আমাকে একবার একটা কথা বলেছিল, 'তুমি ঘরোয়াতে চেষ্টা করবে ৩৫-৪০ ওভার পর্যন্ত ব্যাটিং করার। উইকেট না হারিয়ে লম্বা সময় ধরে ব্যাটিং করার চেষ্টা করবে। তারপর তুমি নিজেই তোমার খেলা সম্পর্কে বুঝতে পারবে। কোন অবস্থায় কীভাবে খেলতে হয় সেটাও বুঝে যাবে।'
তাঁর কথাগুলো আমার মনে গেঁথে আছে। যদিও সে একজন বোলার এবং অনেক বড় ব্যাটসম্যানের বিপক্ষে সে বোলিং করেছে। মাঝেমধ্যে সে আমাকে শচিনের উদাহরণও দিত। স্লো উইকেট এবং ফাস্ট উইকেটে কীভাবে স্পিন খেলতে হয়, সেটাও সে আমাকে বলেছে।'
করোনার প্রকোপে ক্রিকেট বন্ধ হওয়ার আগ পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন লিটন। শেষবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি করেন এই ওপেনার।