আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় গিবসন

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে বহু আগেই থেকেই মুখের লালা ব্যবহার করে আসছেন বোলাররা। বর্তমান বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় চিরাচরিত এই নিয়মের পরিবর্তন আনার কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। কিংবদন্তি ক্রিকেটারদের অনেকেই অবশ্য অনেক রকম মত দিচ্ছেন। যদিও এসব উপেক্ষা করে আইসিসির সিদ্ধান্তে নজর রাখছেন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন।
কেউ কেউ বলছেন বলে জুতার গামের মতো আঠা জাতীয় পদার্থ ব্যবহার করতে। কিংবদন্তিদের অনেকেই আবার বলছেন, লালার বিকল্প কিছুই নেই। কেউ কেউ মনে করছেন লালার বদলে শুধুমাত্র গায়ের ঘাম ব্যবহার করা যায়!

এসবে চোখ নেই গিবসনের। আইসিসির সিদ্ধান্তে তাকিয়ে তিনি। দ্যা সান'কে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, 'কিছু দল আছে যারা বলে রিভার্স সুইং আনার জন্য বলে নিয়ন্ত্রণ রাখতে চায়। আমরা এমন মানুষও দেখেছি যারা বলে কৃত্রিম কিছু ব্যবহার করার পক্ষে। আমার মনে হয়, এসময় আইসিসিই পারে সঠিক নির্দেশনা দিতে।
আইসিসি বলতে পারে যে কী করা উচিৎ বা কী করা উচিৎ নয়। অনেকেই অনেক ধরনের নিয়ম চাইবে। কিন্তু মানুষের চাওয়ার ওপর কিছু ছেড়ে দেয়া উচিৎ নয়। কিছু মানুষ চাইবে সঠিক কাজটাই করতে, আবার কেউ চাইবে ভুল কিছু করতে। আইসিসিই কেবল বলতে পারে কোনটি সঠিক বা কোনটি ভুল।'
করোনার প্রকোপের কারণে পুরো বিশ্বে ক্রিকেটসহ সব ধরনের খেলা বন্ধ আছে। করোনা পরবর্তী সময়ে মাঠের ক্রিকেটে পরিবর্তন আসবে, এমনটা সহজেই অনুমেয়। আইসিসির জন্য নিয়মগুলোতে পরিবর্তন আনাটা চ্যালেঞ্জিং, মানছেন গিবসন।
তিনি আরও বলেন, 'আমি মনে করি এটা হবে ক্রিকেটের একটি রোমাঞ্চকর মুহূর্ত। বেশ কয়েকটি বিষয়ের পরিবর্তন হবে। এরমধ্যে বলে কী করা হবে, সেটিও একটি বড় চ্যালেঞ্জ।'