promotional_ad

মাশরাফির নেতৃত্ব মনে ধরেছে উইলিয়ামসনের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেটের দেশসেরা অধিনায়ক কে? প্রশ্নটা শুনলেই ক্রিকেট প্রেমীরা সমস্বরে বলে উঠবেন মাশরাফি বিন মুর্তজার নাম, তাতে সন্দেহের কোনো অবকাশ বোধহয় নেই। দলকে দীর্ঘ প্রায় এক দশক নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন ৫০টি ম্যাচ। তারই হাত ধরে বাংলাদেশ পায় প্রথম কোনো শিরোপার স্বাদ। খাদের কিনারায় থাকা দলকে টেনে নিয়ে এসেছেন মসৃণ পথে।


দলের খেলোয়াড়দের ভালো-খারাপ সব সময় পাশে থেকেছেন ছায়ার মতো। আগলে রেখেছিলেন পরম আদরে। যাই কিনা তাকে বানিয়েছে যোগ্য নেতা। এমনটাই মনে করেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সেই সঙ্গে তিনি মনে করেন, মাশরাফি বাংলাদেশ দলের জন্য যা করেছেন, কিউইদের জন্য ঠিক তাই করেছেন ব্রেন্ডন ম্যাককালাম।



promotional_ad

সম্প্রতি তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে এসে এ কথা জানান উইলিয়ামসন।


উইলিয়ামসন বলেন, 'তুমি মাশরাফি ও ব্রেন্ডনের কথা বলছিলে, দুজনই দীর্ঘ সময় ধরে দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। আমি ব্রেন্ডনের কাছ থেকে শেখার ভালো সুযোগ পেয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে, ব্রেন্ডন অধিনায়কত্বের সঙ্গে খেলাও ছেড়েছে। এটা বড় চ্যালেঞ্জ ছিল। মাশরাফি তো এখনো খেলছে। এটা নিশ্চয়ই সাহায্য করবে।'


উইলিয়ামসন আরও জানান, ম্যাককালামের দেখানো পথে হেঁটেই নিউজিল্যন্ডকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছেন উইলিয়ামসন। গেল বিশ্বকাপে দলকে প্রায় দিয়ে ফেলেছিলেন শিরোপার স্বাদ। কিন্তু আইসিসির বিতর্কিত আইনে ইংল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হয় তাদের।



উইলিয়ামসন আরও বলেন, 'দল হিসেবে বিকশিত হওয়ার ধারাবাহিকতা ধরে রাখা ছিল আমার চ্যালেঞ্জ। আমরা জানি ক্রিকেটারদের বয়স হলে তারা অবসর নেয়। আর নতুন অধিনায়ক হিসেবে দলের সবার সঙ্গে মানিয়ে নিতে হয়। পরিবর্তনকে সাদরে আমন্ত্রণ জানানো জরুরি। অধিনায়ক হিসেবে সবার সঙ্গে সৎ থেকে কাজটা নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে করার চেষ্টা করতে হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball