একদিন লেগস্পিন দিয়ে ম্যাচ জেতাবঃ সাব্বির

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টানা কয়েক বছর লাইমলাইটে থাকার পর জায়গা হারিয়েছেন সাব্বির রহমান। পুনরায় বাংলাদেশ দলের জার্সিতে খেলতে চান তিনি। তবে শুধু ব্যাটিং নয়, বল হাতেও দারুণ কিছু করে দেখাতে মুখিয়ে আছেন সাব্বির। ফিরতে চান অলরাউন্ডার হয়েই।
জাতীয় দলে ব্যাট হাতে বেশিরভাগ সময়ই ব্যর্থ হয়েছেন সাব্বির। ব্যাট হাতে ভালো সময় পার না করায় বল হাতে পারফর্ম করার কথা সেভাবে চিন্তা করেননি তিনি। এবার ফিরে পেতে চান হারানো আত্মবিশ্বাস।

ক্রিকফ্রেঞ্জি লকডাউন লাইভে সাব্বির বলেন, 'যদি লেগ স্পিন করতে পারি দলের জন্য অনেক ভালো হবে, আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে।
আমার বিশ্বাস একদিন বোলিং দিয়েই দলকে ম্যাচ জেতাব। তখন আমি আরও আত্মবিশ্বাসী হতে পারবো বোলিং নিয়ে। এখন হয়তো নিয়মিত হতে পারছি না।'
টেস্ট ক্রিকেটে সাত ইনিংসে বোলিং করেন সাব্বির। উইকেটের দেখা পাননি তিনি। ওয়ানডেতে ৬৬ ম্যাচ খেলে ২১টি ইনিংসে বোলিং করে পেয়েছেন তিনটি উইকেট। টি-টোয়েন্টিতে আট ইনিংসে তাঁর শিকার ছয়টি উইকেট। ম্যাচ খেলেছেন ৪৪টি।
ম্যাচে নিয়মিত বোলিং না করলেও নেটে বোলিং অনুশীলন করেন সাব্বির। তিনি আরও বলেন, 'আমি ম্যাচে বোলিং না করলেও অনুশীলনে বোলিং করার চেষ্টা করি। ৪-৫ ওভার বোলিং করার চেষ্টা থাকে। হয়তোবা ম্যাচে ভাগ্য সাথে থাকে না। হয়তো সেই আত্মবিশ্বাস অধিনায়কের আমার উপর নেই।
চেষ্টা করছি, একদিন না একদিন কাজে লাগবেই। একদিন সাব্বির লেগ স্পিন করে ম্যাচ জেতাবেই। এই আশায় আছি, ভাগ্য সহায় হলে একদিন হয়ে যাবে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি অনুশীলনে বোলিং করার এবং বাড়তি কিছু করার।'