ফের শুরু মুশফিকের ব্যাটের নিলাম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসে বিপাকে পড়া অসহায় মানুষদের সাহায্যার্থে বাংলাদেশের হয়ে করা নিজের ডাবল সেঞ্চুরিতে ব্যবহৃত ব্যাটটি নিলামে উঠিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু অগণিত ভুয়া বিডিংয়ের কারণে সেই ব্যাটের নিলাম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল আয়োজকদের। কিছু সময় বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ঐতিহাসিক সেই ব্যাটের নিলাম।
মুশফিক তাঁর ঐতিহাসিক ব্যাটটি নিবকোর সহায়তায় ও পিকাবু ডট কম নামক ওয়েবসাইটে নিলামে তুলেছিলেন। কিন্তু মঙ্গলবার (১২ মে) বিকেলের দিকে পিকাবুর কর্মকর্তারা জানান, তারা কিছু সন্দেহজনক বিডের পরে প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত করেছে। মঙ্গলবার অবধি ৫৩ টি বিড হয়েছে এবং ব্যাটের দাম ৪১ লক্ষ টাকা ছাড়িয়েছে।

ভুয়া বিডের কারণে বন্ধ হয়ে যাবার পর নিলাম আয়োজক প্রতিষ্ঠান ভুয়া বিডগুলো বাছাই করতে শুরু করে। বাছাই প্রক্রিয়া শেষ হবার পর রাত সাড়ে নয়টার দিকে নিলাম প্রক্রিয়া আবার শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিলামের সাথে যুক্ত একটি সূত্র।
সেই সঙ্গে সূত্রের তরফ থেকে আরও জানানো হয় এখন থেকে খুব সাবধানতার সাথে বেছে বেছে কল নেয়া হবে যাতে করে ভুয়া বিড এড়ানো যায়।
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। দেশের মানুষদের বিপদে পাশে দাঁড়াতে তাঁর ইতিহাস গরা এই ব্যাটটি নিলামে তুলেন মুশফিক চলতি সপ্তাহের শুরুতে। ৬ দিন চলবে এই নিলাম।
মুশফিকের ব্যাটের বিডিংটি ১৪ মে শেষ হওয়ার কথা রয়েছে।