দুই বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত

ছবি: ছবিঃ ফাইল ছবি

|| ডেস্ক রিপোর্ট ||
মহামারী করোনার প্রভাবে স্থবিরতা বিরাজ করছে বিশ্ব ক্রিকেটাঙ্গনে। একের পর এক সিরিজ, টুর্নামেন্ট বাতিল হচ্ছে করোনার কড়াল গ্রাসে। শঙ্কায় রয়েছে বেশ কিছু টুর্নামেন্ট এবং সিরিজের আয়োজন নিয়েও।
চলমান সংকটাপন্ন পরিস্থিতিতে ২০২১ নারী বিশ্বকাপ ও ২০২২ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের কার্যক্রম স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। মঙ্গলবার (১২ মে) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

বিবৃতিতে জানানো হয়, সদস্য দেশগুলোর সরকার, স্বাস্থ্যবিভাগের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনার পর এই দুই বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সদস্য দেশগুলোর সঙ্গে আবারও আলোচনা করে নতুন সূচি প্রকাশ করা হবে।
আইসিসির ইভেন্ট প্রধান ক্রিস টেটলি বলেন, ‘চলমান সংকট, স্বাস্থ্য সংক্রান্ত বৈশ্বিক উদ্বেগ, সদস্য দেশগুলোর সরকার এবং জনস্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শের ভিত্তিতে আমরা আসন্ন এই দুটি ইভেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমাদের সবার আগে নসচিত করতে হবে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, ভক্ত এবং পুরো ক্রিকেট সম্প্রদায়কে সুরক্ষিত রাখা।’
‘আমরা ইভেন্ট স্থগিত করা এবং আন্তর্জাতিক ক্রিকেট পুনরায় শুরু করা নিয়ে অবগত আছি এবং অবশ্যই সময়মতো দায়িত্বশীল সিদ্ধান্ত নেবো।’
শ্রীলঙ্কায় চলতি বছরের জুলাইয়ে ২০২১ নারী বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ছাড়া যুব বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের খেলাও জুলাইয়ে মাঠে গড়ানোর কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে স্থগিত হয়ে গিয়েছে দুইটি ইভেন্টই।