ঈদের আগেই ক্রিকেটারদের ৫০ শতাংশ পাওনা পরিশোধের দাবি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলা ক্রিকেটারদের অর্ধেক বেতন পরিশোধের জন্য সিসিডিএমকে অনুরোধ করেছে ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
চলমান করোনা পরিস্থিতির কারণে গত ১৫ মার্চ থেকেই বন্ধ হয়ে যায় ডিপিএলের খেলা। এর ফলে প্রথম রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পর ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয় এই টুর্নামেন্টটি।

যদিও সরকারী নির্দেষের ফলে অনির্দিষ্টকালের জন্যই স্থগিত হয়ে আছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই লিগ। এর ফলে বিপর্যয়ে পড়েছেন ক্রিকেটাররা। এর কারণেই তাদের পাওনা আদায়ে তৎপর হয়েছে কোয়াব।
সংগঠনটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন, 'আমরা সিসিডিএমকে অনুরোধ করেছি ক্লাবগুলোকে বলতে ঈদের আগেই যেন তারা ক্রিকেটারদের পাওয়া ৫০ শতাংশ টাকা পরিশোধ করে।'
যদিও বাইলজ অনুযায়ী অনেক আগেই পঞ্চাশ শতাংশ পাওয়া পরিশোধের কথা ছিল। এ প্রসঙ্গে দেবব্রত বলেন, 'বাইলজ অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ৫০ শতাংশ পাওনা পরিশোধের কথা ছিল। বাকি ২৫ শতাংশ লিগের মাঝে এবং অবশিষ্ট ২৫ শতাংশ লিগ শেষ হওয়ার আগেই পরিশোধের কথা রয়েছে।'
কদিন আগেই সংস্থাটি করোনায় স্থগিত হয়ে থাকা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ঈদের পরই আবার চালু করার দাবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। দেশের শীর্ষ তারকা ক্রিকেটাররাও একমত ক্রিকেট শুরু হলে ঘরোয়া আসর দিয়েই হওয়া উচিত।