আবারও ৩৫০টি পরিবারের পাশে রুবেল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন ক্রিকেটাররা। কঠিন এই সময়ে যে যার সাধ্যমতো সাহায্য করছেন নিয়মিত। জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিভিন্ন উদ্যোগের খবরও শিরোনাম হয়েছে বেশ কয়েকবার।
দ্বিতীয়বারের মতো নিজ শহর বাগেরহাটের ৩৫০টি পরিবারকে খাবার পাঠিয়েছেন রুবেল। নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রুবেল নিজেই।

তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মত বাগেরহাটে আমার নিজ এলাকায় ৩৫০ টি পরিবারকে খাবার দিচ্ছি । ছোট ছোট অল্প থেকেই একদিন রচিত হবে করোনার গল্প।'
কদিন আগেই নিজ জেলায় ২০টি ইনফ্রারেড থার্মোমিটার পাঠিয়েছেন জাতীয় দলের এই পেসার। গত সপ্তাহে বাগেরহাটের ডিসি ও এসপির সঙ্গে স্থানীয় চেয়ারম্যান রুবেলের পাঠানো ইনফ্রারেড থার্মোমিটার বিতরণ করেছেন।
এবার রুবেলের দেয়া খাদ্য সামগ্রীও পৌঁছে যাচ্ছে অসহায় মানুষদের দুয়ারে। করোনার সংক্রামণের শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনায় আছেন রুবেল। দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে নিজের এক মাসের অর্ধেক বেতনও তিনি দান করেছেন করোনায় ক্ষতিগ্রস্থদের।